প্রকৃতি আজ বিশ্ব উষ্ণায়নের করাল গ্রাসে আক্রান্ত। একমাত্র মুক্তির পথ বৃক্ষ রোপণ। শালবনির গৌতম স্মৃতি সাতপাটী বীণাপাণি বিদ্যামন্দির আজ সরকারি উদ্যোগে ‘বনমহোৎসবে’ সামিল হয়। শতাধিক বৃক্ষ রোপণ করে বিদ্যালয় প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বনদপ্তরের আধিকারিকরা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ও ছাত্র ছাত্রীরা।
অনেক উৎসাহ ও উদ্দীপনার সাথে সকলে এই মহোৎসবে অংশ গ্রহণ করার সাথে সাথে আমাদের পৃথিবীকে সবুজ করে তোলার শপথ নেয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘আমাদের এই প্রিয় বিদ্যার মন্দির প্রকৃতিকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের ছাত্র ছাত্রীরা অনেক উৎসাহী পড়াশোনার সাথে সাথে এভাবে অন্যান্য সামাজিক কাজে অংশগ্রহণ করতে।’ তিনি আরও বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে আগত বিপদ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব।’