বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ জোত গোবিন্দপুর এলাকার বাসিন্দাদের।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ ৪০ বছর ধরে রাস্তার অবস্থা বেহাল। বারবার অঞ্চল দপ্তর সহ বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। তাই
বাধ্য হয়ে নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের রায়পুরের জোত গোবিন্দপুর এলাকার বাসিন্দারা। সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, বর্ষা হলেই এক হাঁটু জল জমে যায় রাস্তায়। চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তায় কাদা হয়ে যায়। প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। ঘরবন্দি হয়ে থাকেন তারা। স্কুলে বাচ্চাদের পাঠাতেও সমস্যার মুখে পড়তে হয়। প্রায় কয়েক হাজার মানুষ এই কষ্ট ভোগ করেন। টানা এক ঘন্টা ধরে চলে অবরোধ। এর ফলে যানজটের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং সাহাপুর অঞ্চলের উপপ্রধান লাল বাহাদুর ঘোষ সহ সংশ্লিষ্ট অঞ্চল সদস্য সানুয়ার হোসেন। পরে পুলিশি হস্তক্ষেপে এবং উপ প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান লাল বাহাদুর ঘোষ রাস্তা খারাপের অবস্থা স্বীকার করে নেন। আগামী দু-একদিনের মধ্যেই রাস্তায় রাবিস ফেলা হবে বলে তিনি জানান।