রাস্তায় পড়ে ছিল এক যুবক। তাঁর সারা শরীর ভেসে যাচ্ছে রক্তে। স্থানীয়দের নজরে আসতেই খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়ার জগাছা থানার পুলিশ। তখনও ওই যুবক বেঁচে ছিলেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ভর্তি করানো হয় হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে হাওড়ার জগাছা থানার অন্তর্গত অরবিন্দ রোড এলাকায় ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরাই। তাঁদের মনে হয় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম রাজ। হাওড়ার আমতা এলাকার বাসিন্দা তিনি। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। তবে রাজের শরীরে কোনও গুলির চিহ্ন পাননি চিকিৎসকেরা। কী ভাবে ওই যুবক জখম হলেন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবকের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলছেন তদন্তকারী অফিসারেরা। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত, কী কারণে হামলা, এই সব প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।