কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য

বিরতি। খেলা গোলশূন্য

আক্রমণ এবং প্রতি আক্রমণ হচ্ছে। তবে কোনও দলই প্রথমার্ধে গোল করতে পারল না। আর্জেন্টিনার থেকে কলম্বিয়া সুযোগ তৈরি করেছে বেশি। কিন্তু বল জালে জড়াতে পারেনি। আর্জেন্টিনা প্রচুর মিস্‌ পাস করেছে। বলও দখলে রাখতে পারছে না সে ভাবে।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:২৯ key status

৩৫ মিনিট। মেসি আহত

বক্সের মধ্যে ড্রিবল করে এগিয়ে যাচ্ছিলেন মেসি। ক্রস করতে গিয়ে পড়ে গেলেন। পায়ে আঘাতও লেগেছে। মাঠে চিকিৎসা চলছে।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:২০ key status

২৫ মিনিট। কর্ডোবাকে হলুদ কার্ড

আর্জেন্টিনার লিসান্দ্রোকে আঘাত করায় হলুদ কার্ড দেখলেন কর্ডোবা।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:১৭ key status

২৪ মিনিট। ছোট জায়গায় বেশি পাস খেলছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা আক্রমণ তৈরি করতে সময় নিচ্ছে। ফলে কলম্বিয়ার খেলোয়াড়েরা বল কেড়ে নিচ্ছেন। 

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:১৩ key status

২০ মিনিট। মেসির শট প্রতিহত

দারুণ একটা মুভ তৈরি করেছিলেন মেসি। সতীর্থের সঙ্গে পাস খেলে গোলে শট নিয়েছিলেন। তবে বাঁচিয়ে দিলেন গোলকিপার। 

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:০৬ key status

কেন দেরিতে শুরু হল কোপা আমেরিকার ফাইনাল

পড়ুন নীচের লিঙ্কে:

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:০৫ key status

১০ মিনিট। পর পর আক্রমণ কলম্বিয়ার

আর্জেন্টিনাকে বেশ চাপে রেখেছে তারা। একের পর এক আক্রমণ করছে কলম্বিয়া। আর্জেন্টিনা বেশি ক্ষণ নিজেদের পায়ে বল রাখতেই পারছে না। 

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:০০ key status

৬ মিনিট। কর্ডোবার শট পোস্টে

কলম্বিয়ার  কর্ডোবার শট পোস্টে লেগে বেরিয়ে গেল। অল্পের জন্য গোল খাওয়া থেকে বাঁচল আর্জেন্টিনা। চাপে রেখেছে কলম্বিয়া।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৬:৫৪ key status

১ মিনিট। আলভারেসের সুযোগ নষ্ট

শুরুতেই আলভারেসের সামনে গোল করার সুযোগ এসেছিল। শট অল্পের জন্য বাইরে গেল।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৬:৫৩ key status

অবশেষে শুরু হল ম্যাচ

নির্ধারিত সময়ের ৮০ মিনিট পরে শুরু হল কোপা আমেরিকা ফাইনাল।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৬:০৯ key status

গ্যালারি হলুদে ভর্তি

কলম্বিয়ার প্রচুর সমর্থক হাজির হয়েছেন মাঠে। গ্যালারিতে চারদিকে হলুদের ছয়লাপ।

timer শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৬:০৮ key status

আর্জেন্টিনার প্রথম একাদশ

মার্তিনেস (গোলকিপার), মন্তিয়েল, রোমেরো, লিসান্দ্রো, ট্যাগলিয়াফিকো, ডি পল, ফের্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, মেসি, আলভারেস, দি মারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.