বিরতি। খেলা গোলশূন্য
আক্রমণ এবং প্রতি আক্রমণ হচ্ছে। তবে কোনও দলই প্রথমার্ধে গোল করতে পারল না। আর্জেন্টিনার থেকে কলম্বিয়া সুযোগ তৈরি করেছে বেশি। কিন্তু বল জালে জড়াতে পারেনি। আর্জেন্টিনা প্রচুর মিস্ পাস করেছে। বলও দখলে রাখতে পারছে না সে ভাবে।
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:২৯
৩৫ মিনিট। মেসি আহত
বক্সের মধ্যে ড্রিবল করে এগিয়ে যাচ্ছিলেন মেসি। ক্রস করতে গিয়ে পড়ে গেলেন। পায়ে আঘাতও লেগেছে। মাঠে চিকিৎসা চলছে।
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:২০
২৫ মিনিট। কর্ডোবাকে হলুদ কার্ড
আর্জেন্টিনার লিসান্দ্রোকে আঘাত করায় হলুদ কার্ড দেখলেন কর্ডোবা।
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:১৭
২৪ মিনিট। ছোট জায়গায় বেশি পাস খেলছে আর্জেন্টিনা
আর্জেন্টিনা আক্রমণ তৈরি করতে সময় নিচ্ছে। ফলে কলম্বিয়ার খেলোয়াড়েরা বল কেড়ে নিচ্ছেন।
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:১৩
২০ মিনিট। মেসির শট প্রতিহত
দারুণ একটা মুভ তৈরি করেছিলেন মেসি। সতীর্থের সঙ্গে পাস খেলে গোলে শট নিয়েছিলেন। তবে বাঁচিয়ে দিলেন গোলকিপার।
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:০৬
কেন দেরিতে শুরু হল কোপা আমেরিকার ফাইনাল
পড়ুন নীচের লিঙ্কে:
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:০৫
১০ মিনিট। পর পর আক্রমণ কলম্বিয়ার
আর্জেন্টিনাকে বেশ চাপে রেখেছে তারা। একের পর এক আক্রমণ করছে কলম্বিয়া। আর্জেন্টিনা বেশি ক্ষণ নিজেদের পায়ে বল রাখতেই পারছে না।
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৭:০০
৬ মিনিট। কর্ডোবার শট পোস্টে
কলম্বিয়ার কর্ডোবার শট পোস্টে লেগে বেরিয়ে গেল। অল্পের জন্য গোল খাওয়া থেকে বাঁচল আর্জেন্টিনা। চাপে রেখেছে কলম্বিয়া।
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৬:৫৪
১ মিনিট। আলভারেসের সুযোগ নষ্ট
শুরুতেই আলভারেসের সামনে গোল করার সুযোগ এসেছিল। শট অল্পের জন্য বাইরে গেল।
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৬:৫৩
অবশেষে শুরু হল ম্যাচ
নির্ধারিত সময়ের ৮০ মিনিট পরে শুরু হল কোপা আমেরিকা ফাইনাল।
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৬:০৯
গ্যালারি হলুদে ভর্তি
কলম্বিয়ার প্রচুর সমর্থক হাজির হয়েছেন মাঠে। গ্যালারিতে চারদিকে হলুদের ছয়লাপ।
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ০৬:০৮
আর্জেন্টিনার প্রথম একাদশ
মার্তিনেস (গোলকিপার), মন্তিয়েল, রোমেরো, লিসান্দ্রো, ট্যাগলিয়াফিকো, ডি পল, ফের্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, মেসি, আলভারেস, দি মারিয়া।