বিশ্বকাপের পর শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি ম্যাচ। তৃতীয় ম্যাচেই ভারত বুঝিয়ে দিল তারাই সেরা। এদিন জিম্বাবোয়ের সঙ্গে মুখোমুখি হয় ভারত। ম্যাচে ২৩ রানে জিতে সিরিজে এগিয়ে গেলেন শুভমন গিলেরা। ৫ ম্যাচের সিরিজে টি–টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে গেল ২-১ ব্যবধানে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। ৪ ওভারের মধ্যেই ৫০ রান করে নেয়। এরপর ৪ উইকেটে ১৮২ রান তুলেছিল ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানের বেশি করতে পারেননি। অফ স্পিনার সুন্দর ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সুন্দরের ক্যারিয়ারে সেরা বোলিং। ম্যাচসেরার পুরস্কারটাও তাঁর হাতে উঠেছে.
শেষ ওভারে আবেশ খানের দ্বিতীয় বলে ছক্কা মারেন মাসাকাদজা। চতুর্থ ও পঞ্চম বলে পরপর ২টি চার মারেন মায়ের্স। ওভারে ১৮ রান ওঠে। ভারতের ৪ উইকেটে ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৯ রানে আটকে যায়। ভারত ২৩ রানের ব্যবধানে তৃতীয় টি-২০ ম্যাচ জিতে নেয়। সেই সুবাদে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া।
হারারেতে গত শনিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ১৩ রানে হারিয়ে চমকে দিয়েছিল সিকান্দার রাজার দল। পরদিন দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা আনে সফরকারীরা।
অন্যদিকে, তৃতীয় ম্যাচের একাদশে ঢুকেছেন বিশ্বকাপের মূল দলে থাকা ওপেনার যশস্বী জয়সোয়াল, উইকেটকিপার–ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ও মিডল অর্ডার ব্যাটসম্যান শিবম দুবে। তাঁদের জায়গা দিতে সরে যেতে হয়েছে সাই সুদর্শন, রিয়াগ পরাগ ও ধ্রুব জুরেলকে। এ ম্যাচের একাদশে ভারত আরেকটি পরিবর্তন এনেছে। ডানহাতি পেসার মুকেশ কুমারের জায়গায় খেলেছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ।