Tathagata, Amartya, হিন্দুরাষ্ট্র প্রসঙ্গে অমর্ত্যর ভাবনাকে কটাক্ষ তথাগতর

“অর্থনৈতিক বিজ্ঞানে একটি স্বতন্ত্র অবদান রাখা একজন ব্যক্তিকে সমাজের সমস্ত সমস্যায় সর্বশক্তিমান হওয়ার কোনো কারণ নেই।“ অর্থনীতিতে নোবেল অনুক্রমের অমর্ত্য সেনের পূর্বসূরি ফ্রেডরিখ এ হায়েক তাঁর ভোজসভার ভাষণে এ কথা বলেছিলেন। সোমবার বিষয়টি স্মরণ করালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু এক এক্স বার্তায় হায়েকের উদ্ধৃতিতে লিখেছেন, “প্রচার মাধ্যমের একটা প্রবণতা রয়েছে, শেষ পর্যন্ত সমস্ত সমস্যায় সেই সর্বশক্তিমানকে বিশ্বাস করাতে রাজি করানো।”

তথাগতবাবুর মতে, “এটা অমর্ত্য সেনের সমস্যা। রাজনীতি তাঁর ক্ষেত্র নয়। তাঁর হিন্দু নামের কারণে ঢাকায় তাঁর পৈতৃক বাড়িতে ফিরে যাওয়ার কোনও অধিকার নেই। কিন্তু হিন্দু রাষ্ট্রের কথা বলতে তাঁর কোনো দ্বিধা নেই।

প্রসঙ্গত, ভারতকে হিন্দু রাষ্ট্র করার যৌক্তিকতা প্রসঙ্গে মোদী সরকারের কট্টর সমালোচক হিসাবে অর্থনীতিবিদ অমর্ত্য সেন শনিবার বলেছেন, “ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, সেটা ভোটের রায়ে প্রতিফলিত হয়েছে। এবারের লোকসভা ভোটের রায়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গিয়েছে। নোবেলজয়ী অমর্ত্যবাবুর মতে, “এবারের লোকসভা নির্বাচনে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা দেখানো হয়েছে। কিন্তু ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয়, সেটারই প্রতিফলন ঘটেছে নির্বাচনে। যা মানতে পারেননি অনেকেই।” এর প্রেক্ষিতেই এক্স বার্তায় তথাগতবাবুর এই তোপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.