কোলাঘাট ব্লকের টোপা ড্রেনেজ খালের বরদাবাড় বাজার সংলগ্ন স্থানে প্রশাসনিক হস্তক্ষেপে অবিলম্বে খাল সংস্কারের কাজ সুসম্পন্ন করা সহ খালের ভেতর থাকা সমস্ত ক্রশ বাঁধ তোলা এবং পিএইচই’র পাইপ লাইন উঁচুতে তোলার আবেদন জানিয়ে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজির কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, কোলাঘাট ব্লকের সাগরবাড়, বৃন্দাবনচক, সিদ্ধা-১, পুলশিটা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ 15th FC(tied sector)-2022-2023’র টাকায় এলাকার ৬ কিমি দীর্ঘ টোপা-ড্রেনেজ খাল সংস্কারের জন্য ৭৪ লক্ষ ৮৯ হাজার ১১৮ টাকা ব্যয়ে গত ১৫ ডিসেম্বর,২০২৩-এ ওয়ার্ক অর্ডার দিয়েছিল। তারপর ওই নিকাশি খালের পরমানন্দপুর থেকে বরদাবাড় বাজার সংলগ্ন কো-অপারেটিভ পর্যন্ত অংশটি সংস্কার হওয়ার পর গত ৩ এপ্রিল বেনিফিশিয়ারি কমিটির কাউকে না জানিয়ে ঠিকাদার জেসিবি মেশিন নিয়ে উধাও হয়ে গিয়েছে। শুধু তাই নয়, খালের যে জায়গাগুলিতে আড়াআড়ি ভাবে ক্রশ বাঁধ দিয়ে খাল সংস্কার করেছিল ঠিকাদার, তা না তুলেই মেশিন নিয়ে চলে গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, কোলাঘাটের এই গুরুত্বপূর্ণ খালটি দিয়ে কোলাঘাট-পাঁশকুড়া ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক মিলিয়ে আনুমানিক ৫০টি মৌজার জলনিকাশী হয়। এমনিতেই ব্লকের এই অংশ খুব নিচু এলাকা। ফলস্বরূপ ওই অংশ ঠিকমত সংস্কার না করলে ওই বিরাট এলাকার জল বর্ষার সময় সুষ্ঠুভাবে বের হতে পারবে না। সেজন্য অবিলম্বে খালের ভেতর থাকা সমস্ত ক্রশ বাঁধ তোলা সহ টোপা ড্রেনেজ খালের বরদাবাড় বাজার সংলগ্ন অংশে সমস্ত অবৈধ নির্মাণ অপসারণ করে অবশিষ্টাংশ খাল এখনই সংস্কার এবং খালের ভেতরে থাকা পিএইচই’র পাইপ লাইন উঁচুতে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আজ জেলা শাসকের কাছে কয়েক’শো বাসিন্দাদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানান নারায়ণবাবু।