দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে অত্যাধুনিক মানের স্থলবন্দর তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার। তার জন্য প্রায় ২৫ একর জমি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। সেই চিহ্নিত এলাকা পরিদর্শনে যান উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। স্থল বন্দরের পাশেই তৈরি হবে বালুরঘাট- হিলি সম্প্রসারিত রেলপথে হিলি রেল স্টেশন। আজ কেন্দ্রীয় মন্ত্রী দুটি জায়গাই প্রদর্শন করেন।
হিলি সীমান্তে রয়েছে ইমিগ্রেশন চেক পোস্ট ও স্থল বন্দর। আমদানি ও রপ্তানি চলে এখান থেকে। দু’ দেশের নাগরিকরা ভারত ও বাংলাদেশ যাতায়াত করেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুযায়ী প্রতিটি ইমিগ্রেশন সেন্টার এবং স্থলবন্দর আরও উন্নত মানের করার জন্য পদক্ষেপ করা হচ্ছে, সেই জন্য হিলিতে নতুন করে জমি প্রয়োজন। ইতিমধ্যেই জমি চিহ্নিত হয়েছে সেই এলাকা আজ পরিদর্শন করেন সুকান্ত মজুমদার।
উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, নতুন ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি হলে আমদানি বাণিজ্য এখান দিয়ে আরও বেশি করে হবে। দেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি সহ স্থানীয় ও জেলার মানুষ উপকৃত হবে। এছাড়াও হিলি পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। কেন্দ্রীয় সরকার এর জন্য ১০০ বিঘা জমি চেয়েছিল রাজ্য সরকারের কাছে। এখনো পর্যন্ত ৭৫ বিঘা চিহ্নিত করেছে।
আগামী দিনে হিলির মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাড়বে বলেও আশা করা হচ্ছে। এখানকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগের জন্যেও কেন্দ্র সরকার রেলের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। কামারপাড়া পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ হয়ে গেছে। সেই জমিতে রেলের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।
একই সঙ্গে বালুরঘাট শহরের গ্রিন ভিউ স্কুলে ছাত্র ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে শব্দ নিরোধ জেনারেটর প্রদান করেন আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বেশ কিছুটা সময় কাটান তিনি স্কুলে। কথা বলেন স্কুলের শিশুদের সঙ্গে।