ন্যাশানাল ইন্সটিটিউট ফর রিসার্চ ইন এনভায়ারমেন্টাল হেলথে কর্মী নিয়োগ

ন্যাশানাল ইন্সটিটিউট ফর রিসার্চ ইন এনভায়রমেন্টাল হেলথ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট সাত জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। Research Assistant, Multi Tasking Staff, Project Assistant and Computer Programmer (Grade-B) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত চুক্তিভিত্তিক হিসেবে কর্মী নিয়োগ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইন্টারভিউ হবে ৬.১২.২০১৯

1. RESEARCH ASSISTANT

শূন্যপদ- ১( অসংরক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান নিয়ে স্নাতক হতে হবে এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বায়োটেকনোলজি এবং জুওলজির প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে
বয়সসীমা- ৩০ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে
বেতন- ৩১ হাজার প্রতিমাসে

2. MULTI TASKING STAFF

শূন্যপদ- ২( তফসিলি জাতি-১, অনগ্রসর- ১)

শিক্ষাগত যোগ্যতা- হাইস্কুল পাস। এছাড়াও এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- প্রার্থীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে

বেতন- ১৫৮০০ প্রতিমাসে

3. PROJECT ASSISTANT

শূন্যপদ- ১ ( তফসিলি উপজাতি)

শিক্ষাগত যোগ্যতা- জীবন বিজ্ঞানের কোন শাখাতে স্নাতক হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।
বয়সসীমা- প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- ২০ হাজার প্রতিমাসে

4. PROJECT ASSISTANT

শূন্যপদ- ১( অসংরক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞানের কোন শাখাতে স্নাতক হতে হবে। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা তিন বছরের গবেষণা সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও জীবন বিজ্ঞান/ বায়োলজিক্যাল সাইন্স/ কেমিক্যাল সাইন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা- প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে

বেতন- ৩১ হাজার প্রতিমাসে

5. PROJECT ASSISTANT

শূন্যপদ- ১( অসংরক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞানের যে কোন শাখাতে স্নাতক হতে হবে। এছাড়াও ৩ বছরের গবেষণা সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে প্রাধান্য দেওয়া হবে।

বয়সসীমা- প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে

বেতনক্রম- ৩১ হাজার প্রতিমাসে

6. COMPUTER PROGRAMMER (GRADE-B)

শিক্ষাগত যোগ্যতা- ১ ( অনগ্রসর শ্রেনী)

শিক্ষাগত যোগ্যতা- ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার এপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। বা বিই/ বি টেক ডিগ্রি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে তার সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে

বেতন- ৩২৫০০ প্রতিমাসে

আগ্রহী প্রার্থীদের www.nireh.org এই ওয়েবসাইটে চোখ রাখতে আবেদন করা হচ্ছে।

ইন্টারভিউয়ের স্থান এবং সময়

Date: 06-12-2019 from 10:00 AM to 12:00 Noon.

Venue: ICMR- National Institute for Research in Environmental Health (NIREH), Bypass Road, Bhauri, Bhopal- 462030, Madhya Pradesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.