স্টাফ রিপোর্টার, কলকাতা: প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়দিনের আগেই চালু হচ্ছে সল্টলেকের ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। একথা জানিয়ে দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, মেট্রো পরিষেবা চালু করার ব্যাপারে ইতিমধ্যে রেলওয়ে সেফটি অফিসারের তরফে ছাড়পত্র মিলেছে। যার অপেক্ষায় ছিল কর্তৃপক্ষ।আগামী দু-একদিনের মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড সূত্রে খবর।
তবে প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চালানো হবে ট্রেন। মেট্রোর নির্ধারিত সময় অনুযায়ীই পরিষেবা পাবেন যাত্রীরা। কিলোমিটারের হিসেবে ভাড়াও থাকছে চালু মেট্রো পরিষেবার মতোই। মেট্রো রেল-এর তরফে জানাও হয়েছে, প্রথম পর্যায়ে যুবভারতী অবধি ট্রেন চললেও পরে তা বাড়ানো হবে।
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় শনিবার একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, সল্টলেক সেক্টর-৫, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম- এই ছয় স্টেশনের মধ্যে পরিষেবা শুরুর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এখন অপেক্ষা উদ্বোধনের।
রেল সূত্রে খবর, ভাড়া নির্ধারনের জন্যে মন্ত্রকের কাছে কেএমআরসি কর্তৃপক্ষ একটি রিপোর্ট পাঠিয়েছিলেন। সেই রিপোর্ট পর্যালোচনার পর ভাড়া ঠিক করা হয়েছে। জানা গিয়েছে, ২ কিলোমিটার পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া পাঁচ টাকাই রাখা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে প্রতি ২ থেকে ৫ কিলোমিটারের ভাড়া নির্ধারিত হয়েছে ১০ টাকা। এর পর ৫ থেকে ১০ কিলোমিটার ২০ টাকা এবং ১০ থেকে ১৬.৫ কিলোমিটারের ভাড়া হবে ৩০ টাকা।
গত বেশ কয়েক মাস ধরেই সল্টলেকের ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান চলছে। আগে জানা গিয়েছিল নভেম্বরের গোড়াতেই চালু হবে শহরের নয়া মেট্রো পরিষেবা। কিন্তু সব কিছু ঠিক থাকলে হয়তো পুজোর আগেই এই অংশে পরিষেবা চালু হয়ে যেত। কিন্তু এমন সময়েই বিপর্যয় ঘটে বউবাজারে। ইস্ট-ওয়েস্ট মেট্রোরই ফেজ-২-র সুড়ঙ্গ কাটার সময়ে বউবাজার এলাকার বিস্তীর্ণ অঞ্চলে মাটি বসে ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি। ফলে পুজোর আগে ফেজ-১-র উদ্বোধনের ভাবনা স্থগিত হয়ে যায়৷ তবে শেষ পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল, ডিসেম্বরে বড়দিনের আগেভাগেই চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।