যথার্থ চৌকিদারের ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, ২০০৮ সালে মুম্বই হামলার পরে এমনভাবে মনমোহন সিং জবাব দিতে পারেননি। তার কথায় “মুম্বাই হামলার পরে পাকিস্তানকে যথাযথ উত্তর দেওয়ার সাহস ছিলনা ইউপিএ সরকারের। তারা শুধুমাত্র বসে থেকে বিবৃতি দিয়ে কাজ সেরে ছিলেন বলেছিলেন কথা বলে সমস্যা মেটাবেন। আমরা দীর্ঘদিন ধরে ভুগছি। আমরা তাই পদক্ষেপ গ্রহণ করেছি। ”
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন আরো বলেন, “একদিকে বিশ্ব দরবারে পাকিস্তান দাবি করছে তারা নিজেরা সন্ত্রাসবাদের শিকার। কিন্তু তারাই সন্ত্রাসবাদীদের বানিয়েছেন, তাদের প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের ভারতেও পাঠাচ্ছে। তারপরেও দাবি করছেন যে তারা সন্ত্রাসবাদের শিকার। তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিন। ”
ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করণ বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “যা করেন নি মনমোহন সিং তা করেছেন মোদী।” নিখুঁত চৌকিদার এর মত কাজ করে পাকিস্তানকে যথাযথ জবাব দিয়েছে বলে দাবি করেছেন সীতারামণ।