মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের অস্বস্তি বাড়িয়ে পার্শ্ব শিক্ষকদের অনশন নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার সকালে নিজের টুইটার একাউন্টে পার্শ্বশিক্ষকদের অবস্থান-বিক্ষোভ নিয়ে সরব স্বভাব সিদ্ধ ভঙ্গীমায় সরব হলেন রাজ্যপাল। অনশনের জেরে একজন পার্শ্ব শিক্ষিকার মৃত্যু। সেইসঙ্গে আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সেই নিয়ে এবার রাজ্য সরকারেরকে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিলেন রাজ্যপাল। কলকাতায় নেই তিনি। রাষ্ট্রপতির ডাকা রাজ্যপালদের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। দুদিনের সেই বৈঠকে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হবে বলেই সূত্রের খবর। কিন্তু তাই বলে সরকারের বিরুদ্ধে মুখ খুলতে পিছুপা হলেন না।
শুক্রবার টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখড় পার্শ্ব শিক্ষকদের সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করলেন। টুইটে রাজ্যপাল লিখেছেন, “গত ১১ নভেম্বর থেকে হাজারেরও বেশি পার্শ্বশিক্ষক অবস্থান-বিক্ষোভ করছে। তার মধ্যে ৩৭ জন অনির্দিষ্টকালের জন্য অনশনে। ইতিমধ্যেই মেদিনীপুরের এক শিক্ষিকা রেবতী রাউত এর মৃত্যু হয়েছে। যা যথেষ্ট দুঃখজনক উদ্বেগজনক বটে।” সেইসঙ্গে রাজ্যপালের পরামর্শ, অবিলম্বে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা পার্শ্বশিক্ষকদের (Para Teachers) সঙ্গে আলোচনায় বসুন, তাহলেই সমস্যার সমাধান করা সম্ভব।