বদলেছে পোশাকের স্বাদ, খাদি শিল্পকে এগিয়ে নিয়ে যেতে শুরু খাদি মেলা

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে খাদি শিল্পের প্রসারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্যোগে চতুর্থ বর্ষ উত্তর ২৪ পরগনা জেলা জোনাল লেভেলের খাদি মেলা ২০১৯ শুরু হল মধ্যমগ্রামের সুভাষ ময়দানে। শুক্রবার মেলার উদ্বোধন করেন গৌরীশঙ্কর দত্ত (সভাপতি, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ)।

এছাড়াও উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর ২৪ জেলা শাসক চৈতালি চক্রবর্তী, জেলা পরিষদের সভাপতিধিপতি বীণা মণ্ডল, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, খাদি জেলা আধিকারিক তপনজ্যোতি দাস প্রমুখ। এই মেলা চলবে ২২ নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ২ থেকে রাত্রি ৮ পর্যন্ত খোলা থাকবে মেলার স্টল গুলি। উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ জেলা থেকে আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করেছে।

এছাড়াও খাদি শিল্প এর সঙ্গে যুক্ত বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা এই মেলায় স্টল খুলেছেন তাদের উৎপাদিত জিনিস বিক্রি করার জন্য। মূলত খাদি সামগ্রীর বিপণনের দিগন্ত খুলে দেবার জন্য সারা রাজ্য জুড়ে সারাবছর জোনাল লেভেল খাদি মেলা অনুষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে।

রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই মেলা ঘিরে সাধারন মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

খাদি পর্ষদের জেলা আধিকারিক তপন জ্যোতি দাস এই মেলা সম্পর্কে বলেন, “রাজ্য সরকার খাদি শিল্প ও এই শিল্পের সাথে জড়িত মানুষদের কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি অনুদান নির্ধারনের পাশাপাশি এই ধরনের মেলার আয়োজন করে চলেছেন যাতে খাদি সামগ্রীর বিক্রি বাড়ে। ২০১১ সালের পর থেকেই রাজ্য খাদি পর্সদের প্রভূত উন্নতি হয়েছে। এই ধরনের খাদি মেলার ফলে খাদি বিক্রি ও মানুষের মধ্যে খাদির জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। খাদি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের মেলা সরকারের তরফ থেকে সারা বছরই আয়োজন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.