১২ কোটি এবার জলে! উদ্বোধনের আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। আবারও সেই বিহার। সোশ্য়াল মিডিয়া ভাইরাল হয়ে গেল ভিডিয়ো।
ঘটনাটি ঠিক কী? একটি সিক্তি ব্লক, আর অন্য়দিকে কুরসাকান্ত। মাঝখান দিয়ে বয়ে চলেছে বাকরা নদীর। বিহারের আবারিয়া জেলায় নদীর উপর ১২ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল সেতু।
কাছেই খেলছিল শিশুরা। এদিন বিকেলে যখন সেতুর একটি অংশ ভেঙে পড়ে, তখনই মোবাইল হাতে দ্রুত সেতুর দিকে ছুটে যায় তারা। ঘটনাটি মোবাইলবন্দি হয়। ততক্ষণে অবশ্য সেতুর ভেঙে পড়া অংশের উপর দিয়ে বইতে শুরু করেছে নদী। এরপর সেতুটির বাকি অংশটিও ভেঙে পড়ে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেতুর মাঝের একটি পিলারই অক্ষত রয়েছে।
এর আগে, চলতি বছরের শুরুতেও নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল বিহারে। কোথায়? সুপলে এলাকায় ভেজা এবং বাকাউরের মাঝামাঝি মারিচা নামে একটি জায়গায়। কোসি নদীর উপর ৯৮৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছিল ওই সেতু। ভাগলপুরের নির্মীয়মান আগুয়ানি-সুলতানগঞ্জ সেতুর আবার ভেভে পড়েছিল দু’বার। একবার ২০২২ সালে. তারপর ২০২৩ সালের জুনে।