টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। শুক্রবার আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল হয়ে যাওয়ায়, সুপার এইটে যাওয়ার সুযোগ থাকল না বাবর আজ়মদের। গ্রুপ ‘এ’র দ্বিতীয় দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল আমেরিকা। ইতিহাস গড়ল এ বারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। একই সঙ্গে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলল আমেরিকা।
আমেরিকা এবং ভারতের কাছে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছিল গত বারের রানার্সেরা। প্রতিযোগিতার সুপার এইটে পাকিস্তানকে পৌঁছতে হলে তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত। একই সঙ্গে শুক্রবার আইরিশদের কাছে হারতে হত আমেরিকাকেও। সে ক্ষেত্রে দু’দলেরই পয়েন্ট হত ৪। নেট রান রেটে আমেরিকাকে টপকে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকত পাকিস্তানের।
বৃষ্টির জন্য শুক্রবার আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল করে দিতে বাধ্য হন আম্পায়ারেরা। টস করাও সম্ভব হয়নি এ দিন। ভারতীয় সময় অনুযায়ী, ৫ ওভারের ম্যাচ শুরুর শেষ সময় ছিল ১১.৪৫ মিনিট। কিন্তু ১১টা নাগাদ ফ্লোরিডায় আবার বৃষ্টি শুরু হয়। এর পর আর ম্যাচ আয়োজনের সম্ভাবনা ছিল না। আম্পায়ারদের সঙ্গে আলোচনা করে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন। ম্যাচ বাতিল হতেই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল আমেরিকা।
আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ায় চার ম্যাচে ৫ পয়েন্ট হল আমেরিকার। পাকিস্তানের পক্ষে ৪ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয়। ২ পয়েন্ট ঝুলিতে থাকা বাবরদের খেলা বাকি শুধু আয়ারল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচ জিতলেও ৪ পয়েন্ট হবে গত বারের রানার্সদের। স্বাভাবিক ভাবেই এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাবরদের বিদায় নিশ্চিত হয়ে গেল গ্রুপের একটি ম্যাচ বাকি থাকতেই। না খেলেই ছিটকে যেতে হল পাকিস্তানকে।