শ্রীনগরঃ জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় সীমান্ত পার করে ভারতে চলে আসা এক পাকিস্তানি নাগরিকের প্রতি মানবিকতা দেখিয়ে পুলিশ তাঁকে আবার পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেয়। কুপওয়ারা পুলিশ পাকিস্তানের পাজকোটের বাসিন্দা শাব্বির আহমেদ নামের এক পাকিস্তানি নাগরিককে তাঁর দেশেই ফেরত পাঠিয়ে দেয়।
এই বছরের ১৮ই মে শাব্বির আহমেদকে করনাহ এলাকার দিলারি চৌকির পাশ থেকে গ্রেফতার করা হয়েছিল। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই শাব্বির আহমেদ সীমান্ত পার করে ভারতে চলে এসেছিল।
পুলিশের মুখপাত্র জানান, মামলা দায়ের করার পর তাঁকে চিকিৎসক দ্বারা পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল, চিকিৎসার পর ডাক্তার জানিয়েছিল যে, সে মানসিক দিক থেকে অসুস্থ।
এরপর কেন্দ্রের আধিকারিকরা পাকিস্তানের আধিকারিকদের সাথে যোগাযোগ করে তাঁকে দেশে পাঠানোর ব্যাবস্থা করে। মুখপাত্র জানান, আইনি প্রক্রিয়া পূরণ করার পর মানবিকতার খাতিরে শাব্বির আহমেদকে বীরবার এর পাকিস্তানি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।