কথায় আছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।ঠিক সেই মতো সর্বদা মানুষের পাশে ঝাড়গ্রাম রেশমি গ্ৰুপ। প্রতিবছরই নতুন নতুন সমাজসেবা মূলক উদ্যোগ নিয়ে মানুষের কাছে পৌঁছে যান তারা। এবার তাদের পক্ষে থেকে প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে মোহনপুর গ্রামীণ হাসপাতালে ৭০ জন রোগীকে প্রতি মাসে পুষ্টি যুক্ত খাবার দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।
পুষ্টি যুক্ত খাবারের তালিকায় রয়েছে সয়াবিন, তেল, বাদাম, আটা, ডিম, দুধ, ডাল ইত্যাদি। এই পুষ্টি যুক্ত খাবারগুলি রোগীদের হাতে তুলে দেন ডক্টর কৃষ্ণেন্দু দণ্ডপাট, বিএমওএইচ মোহনপুর গ্রামীণ হাসপাতাল, ডক্টর আসাদুল, আলী খান, টিবি ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত শিবশংকর সাহু এবং ঝাড়গ্রাম রেশমি গ্রুপের পক্ষ থেকে সৌমিক বসু প্রমুখ। এইভাবে মানুষের মুখে হাসি ফোটানোর দৃঢ় প্রয়াস চালাচ্ছেন তারা। পাশাপাশি রেশমি গ্রুপের এই উদ্যোগকে কুর্নিশ জানাতে ভোলেননি সাধারণ মানুষ।