প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তিস্তার বাঁধ। জলপাইগুড়ির ৩ নং ওয়ার্ডের সেন পাড়া এলাকায় তিস্তার মূল বাঁধে বিরাট আকারের রেন কাট হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দা থেকে স্থানীয় কাউন্সিলর সবাই। দ্রুত বাঁধ মেরামতের আশ্বাস সেচ দপ্তরের।
গত ৪ জুন থেকে দফায় দফায় প্রবল বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে৷ আর সেই বৃষ্টিতে জলপাইগুড়ির সেনপাড়া এলাকায় তিস্তা নদীর প্রধান বাঁধে বিরাট আকারের রেনকাট হয়েছে। পাশাপাশি এই বাঁধ তিস্তার জল জলপাইগুড়ি শহরে ঢুকতে আটকে রাখে। এই বাঁধের যে পরিস্থিতি হয়ে রয়েছে আরো ভারি বৃষ্টি হয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে৷ উত্তরবঙ্গে বর্ষা সবে প্রবেশ করেছে, এখনো অনেক বৃষ্টি বাকি রয়েছে৷ তিস্তার জলে এই এলাকাগুলি প্রতি বছর প্লাবিত হয়। তারপরে যদি এই বাঁধ দ্রুত মেরামত না করা হয় তাহলে জলপাইগুড়ি শহরে তিস্তার জল ঢুকে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দারাদের। এছাড়া এই বাঁধের উপর দিয়ে জলপাইগুড়ি শহরে প্রবেশ করার একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, সেই রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে৷
জলপাইগুড়ির ৩নং ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মন্ডল বাঁধের বর্তমান পরিস্থিতির বিষয়ে সেচ দপ্তর ও জেলা প্রশাসকে জানিয়েছে বলে দাবি তাঁর।