গরম এখনও কমেনি। তবে গরমের ছুটির পর সোমবার থেকেই স্কুল খুলে গেছে। কিন্তু ভোটের পরও রাজ্যে অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী রয়ে গেছে আদালতের নির্দেশে। তারা স্কুলগুলিতেই থাকছে। বুধবার সেই বিষয়ে আদালত স্পষ্ট জানাল, ছাত্রছাত্রীদের পঠনপাঠনের ক্ষতি করে কোনও কিছু করা যাবে না।
স্কুলে কেন্দ্রীয় বাহিনী থেকে যাওয়ায় পঠন-পাঠনে সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। ভোট পরবর্তী অশান্তি রুখতে নির্বাচনের পরও বেশ কয়েকদিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছিল আদালত। তবে আদালত তার জন্য স্কুলের পড়াশোনায় সমস্যা হোক, এমনটা মোটেই চাইছে না।
তাই বুধবার স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকা সংক্রান্ত মামলার শুনানি বৃহস্পতিবারই হবে। আর শুক্রবার রাজ্যকে এই ব্যাপারে হলফনামা দিতে হবে। আগামী ১৮ জুন পরবর্তী শুনানি হবে এই মামলার।