কুয়েতের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের বংশোদ্ভূত লোকদের সুস্থতা নিয়ে উদ্বেগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জেনে আমি গভীরভাবে মর্মাহত। ইতিমধ্যে ওই ঘটনায় ৪০ জনেরও বেশি প্রাণ নিয়েছে। শোকাহত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল। আমি দিল্লিতে আমার মুখ্য সচিব এবং আবাসিক কমিশনারকে নির্দেশ দিয়েছি কুয়েতে পশ্চিমবঙ্গের বংশোদ্ভূত লোকদের সুস্থতা সম্পর্কে জানতে। জরুরি ভিত্তিতে সমস্ত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য বিদেশ মন্ত্রকের সাথে ক্রমাগত যোগাযোগ রাখার নির্দেশও দেওয়া হয়েছে দিল্লিতে রাজ্যের শীর্ষ মহলে।
প্রসঙ্গত, বুধবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে৷ প্রায় ৪১ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷ মৃতদের মধ্যে অনেক ভারতীয় রয়েছেন বলে খবর৷ দুর্ঘটনার পর সেখানে আহতদের সাহায্য করতে এবং নিহতদের বিষয়ে সঠিক তথ্য তুলে আনতে কুয়েতের ভারতীয় দূতাবাসের তরফে তৎপরতা শুরু হয়েছে৷