বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৯ ম্যাচ বাকি, এখনও ১৯ দল উঠতে পারে সুপার ৮-এ, কার সামনে কী অঙ্ক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ২১টি ম্যাচ হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১৯টি ম্যাচ। এখনও কোনও দল সুপার ৮-এ উঠতে পারেনি। লড়াইয়ে রয়েছে ১৯টি দল। কোন দলের সামনে কী অঙ্ক রয়েছে?

গ্রুপ এ:

ভারত (৪ পয়েন্ট, নেট রানরেট ১.৪৫৫)— ভাল জায়গায় রয়েছে ভারত। নেট রানরেট গ্রুপের বাকি চার দলের থেকে অনেকটাই বেশি। বাকি আরও দু’টি ম্যাচ। আমেরিকা ও কানাডার মধ্যে একটি ম্যাচ জিতলেই সুপার ৮ প্রায় পাকা রোহিত শর্মাদের। কানাডাকে যদি ভারত হারাতে পারে তা হলে শেষ আট নিশ্চিত তাদের।

আমেরিকা (৪ পয়েন্ট, নেট রানরেট ০.৬২৬)— আমেরিকাও ভাল জায়গায় রয়েছে। ভারত ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বাকি তাদের। এই দুই ম্যাচের মধ্যে অন্তত একটি জিততে হবে তাদের। কানাডা যদি পয়েন্ট নষ্ট করে তা হলেই সুপার ৮ পাকা হয়ে যাবে আয়োজক দেশের।

কানাডা (২ পয়েন্ট, নেট রানরেট -০.২৭৪)— পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে দু’টি ম্যাচ বাকি। দু’টিই জিততে হবে কানাডাকে। ভারত যদি আমেরিকার কাছেও হারে তবেই সুপার ৮ পাকা হবে কানাডার।

পাকিস্তান (০ পয়েন্ট, নেট রানরেট -০.১৫০)— বাকি দু’টি ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দু’টিই জিততে হবে বাবরদের। অন্য দিকে আমেরিকাকে বাকি দু’টি ম্যাচ হারতে হবে। কানাডাকেও ভারতের কাছে হারতে হবে। তবেই সুপার ৮-এ যেতে পারবেন বাবর আজ়মেরা।

আয়ারল্যান্ড (০ পয়েন্ট, নেট রানরেট -১.৭১২)— আশা খুবই কম। আমেরিকা ও পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। কানাডাকে পাকিস্তানের কাছে ও আমেরিকাকে ভারতের কাছে হারতে হবে। তবেই নেট রানরেটের অঙ্কে পরের ধাপে যেতে পারবে আয়ারল্যান্ড।

গ্রুপ বি:

স্কটল্যান্ড (৫ পয়েন্ট, নেট রানরেট ২.১৬৪)— একটিই ম্যাচ বাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে সুপার ৮ পাকা। না জিতলেও সুযোগ রয়েছে। ইংল্যান্ড পয়েন্ট নষ্ট করলেই পরের রাউন্ডে চলে যাবে স্কটল্যান্ড।

অস্ট্রেলিয়া (৪ পয়েন্ট, নেট রানরেট ১.৮৭৫)— ম্যাচ বাকি নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে। একটি ম্যাচ জিতলেই সুপার ৮ পাকা করে ফেলবেন মিচেল মার্শেরা।

নামিবিয়া (২ পয়েন্ট, নেট রানরেট -০.৩০৯)— ম্যাচ বাকি অস্ট্রেলিয়া ও ইংল্যাডের বিরুদ্ধে। দু’টি ম্যাচই জিততে হবে। স্কটল্যান্ডও যদি অস্ট্রেলিয়ার কাছে হারে তা হলে সুপার ৮-এ পৌঁছে যাবে নামিবিয়া।

ইংল্যান্ড (১ পয়েন্ট, নেট রানরেট -১.৮০০)— চাপে ইংল্যান্ড। ম্যাচ বাকি নামিবিয়া ও ওমানের বিরুদ্ধে। দু’টি ম্যাচই জিততে হবে। স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হারে তা হলে সুপার ৮ পাকা হবে জস বাটলারদের।

ওমান (০ পয়েন্ট, নেট রানরেট -১.৬১৩)— বিশ্বকাপের একমাত্র দল যারা সুপার ৮-এর লড়াই থেকে বাদ গিয়েছে। কোনও ভাবেই পরের রাউন্ডে যেতে পারবে না তারা।

গ্রুপ সি:

আফগানিস্তান (৪ পয়েন্ট, নেট রানরেট ৫.২২৫)— নেট রানরেট সকলের থেকে বেশি। ওয়েস্ট ইন্ডিজ় ও পাপুয়া নিউ গিনির মধ্যে একটি ম্যাচ জিতলেই সুপার ৮-এ রশিদ খানেরা।

ওয়েস্ট ইন্ডিজ় (৪ পয়েন্ট, নেট রানরেট ৩.৫৭৪)— নিউ জ়িল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাকি। দু’টি ম্যাচের একটি জিততে পারলেই শেষ আটে পৌঁছে যাবেন আন্দ্রে রাসেলরা।

উগান্ডা (২ পয়েন্ট, নেট রানরেট -৪.২১৭)— নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বড় জয় দরকার। ওয়েস্ট ইন্ডিজ়কে আফগানিস্তান ও নিউ জ়িল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হবে। তবেই সুযোগ থাকবে তাদের।

পাপুয়া নিউ গিনি (০ পয়েন্ট, নেট রানরেট -০.৪৩৪)— আফগানিস্তান ও নিউ জ়িল্যান্ডকে হারালে ৪ পয়েন্ট হবে তাদের। ওয়েস্ট ইন্ডিজ়কে আফগানিস্তান ও নিউ জ়িল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হবে। তবেই সুযোগ থাকবে তাদের।

নিউ জ়িল্যান্ড (০ পয়েন্ট, নেট রানরেট -৪.২০০)— ওয়েস্ট ইন্ডিজ়, উগান্ডা ও পাপুয়া নিউ গিনিকে হারাতে হবে। ওয়েস্ট ইন্ডিজ়কে আফগানিস্তানের কাছে হারতে হবে। তা হলে সুপার ৮-এ উঠবেন কেন উইলিয়ামসনেরা।

cricket

গ্রুপ ডি:

দক্ষিণ আফ্রিকা (৬ পয়েন্ট, নেট রানরেট ০.৬০৩)— নেপালের বিরুদ্ধে একটি ম্যাচ বাকি। সেটা জিতলেই প্রোটিয়ারা সুপার ৮-এ চলে যাবেন।

বাংলাদেশ (২ পয়েন্ট, নেট রানরেট ০.০৭৫)— নেদারল্যান্ডস ও নেপালকে হারালে ৬ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে সুপার ৮-এ উঠে যাবেন শাকিব আল হাসানেরা।

নেদারল্যান্ডস (২ পয়েন্ট, নেট রানরেট ০.০২৪)— বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারাতে পারলে ৬ পয়েন্ট হবে তাদের। নেপাল একটি ম্যাচ হারলেই সুপার ৮ পাকা হয়ে যাবে নেদারল্যান্ডসের।

নেপাল (০ পয়েন্ট, নেট রানরেট -০.৫৩৯)— দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারাতে হবে। নেদারল্যান্ডস একটি ম্যাচ হারলেই সুপার ৮-এ উঠবে নেপাল।

শ্রীলঙ্কা (০ পয়েন্ট, নেট রানরেট -০.৭৭৭)— নেপাল ও নেদারল্যান্ডসকে হারাতে হবে। বাংলাদেশকে নেদারল্যান্ডসের কাছে হারতে হবে। তবেই ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটের বিচারে পরের রাউন্ডে যাবে শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.