আজ বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের কাদিপুর বিওপি-তে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এদিন কাদিপুর বিওপির অন্তর্গত বিভিন্ন এলাকার সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে। সেই পরিস্থিতিতে বিএসএফের বিশ্ব পরিবেশ দিবস পালন করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ প্রায় ৫০০-৬০০ চারা গাছ সাধারণ মানুষকে দেওয়া হয়, পাশাপাশি কাদিপুর বিওপির সীমান্তে চারাগাছ রোপন করা হয়। এদিন সকাল থেকেই বিএসএফের প্রায় ৫০- ৬০ জন আধিকারিক সহ সৈনিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পাশাপাশি এলাকার মহিলা থেকে শুরু করে শিশুরাও এই বিশ্ব পরিবেশ দিবস পালন করবার জন্য কাদিপুর বিওপিতে উপস্থিত হন। সবাই মিলেই চারা গাছ রোপন করে খুব উৎসাহের সঙ্গে।
এই প্রোগ্রাম সকাল ১১টা থেকে শুরু হয় এবং দুপুর দু’টো পর্যন্ত চলে নানান কর্মসূচির মধ্যে দিয়ে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ বিশেষ গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কাদিপুরের এই ৩২ নং ব্যাটালিয়ন প্রতিনিয়ত বিভিন্ন রকম কর্মসূচি করে চলেছেন সীমান্তে। বিএসএফের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।
আজ বৃক্ষরোপণ প্রসঙ্গে খালবোয়ালিয়া গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুরোজিৎ ঘোষ জানান, “বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটালিয়ানের উদ্যাগে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে। খুব ভালো উদ্যোগ। অনেক গ্রামবাসী এতে অংশগ্রহণ করেছেন। পরিবেশ রক্ষায় বিএসএফ-এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”