অযোধ্যায় এবার নির্মিত হবে আকাশচুম্বী রাম মন্দির : অমিত শাহ

বিগত ৫ বছরে, ঝাড়খণ্ডকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস| কিন্তু, দরিদ্রদের সুবিধার্থে কী করেছে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা? বৃহস্পতিবার ঝাড়খণ্ডের লাতেহার জেলার মনিকা ব্লক সদরের অন্তর্গত (মনিকা বিধানসভা) উচ্চ বিদ্যালয় ময়দানে নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের ভূয়শী প্রশংসা করে অমিত শাহ বলেছেন, ‘রঘুবর দাস অনেক ভালো কাজ করেছেন, যা বহু বছর ধরে কোনও সরকারই করেনি| ঝাড়খণ্ডকে নকশালমুক্ত রাজ্যে উন্নীত করেছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, তাই রাজ্যের উন্নয়ন হয়েছে| এখানে রাস্তা নির্মিত হয়েছে| গ্রামেও বিদ্যুৎ পৌঁছে গিয়েছে| কেন্দ্রে মোদী সরকার তৈরি হয়েছে এবং রাজ্যে রঘুবর দাসকে সুযোগ দিয়েছেন এই কারণেই উন্নয়ন সম্ভব হয়েছে|’ ঝাড়খণ্ডের লাতেহারে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, ‘কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আদিবাসীদের ও পিছিয়ে পড়া মানুষদের কথা বলে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছ থেকে আমি জানতে চাই, বিগত ৭০ বছরে আদিবাসীদের জন্য আপনারা কী করেছেন, আপনাদের কাছে কোনও তথ্য রয়েছে? জবাব দিতে পারবেন আপনারা?’ ঝাড়খণ্ডের লাতেহারে রঘুবর দাস সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করে অমিত শাহ বলেছেন, ‘আমি আপনাদের বলতে চাই-আমাদের সরকার বিরসা মুণ্ডার জন্মস্থান এবং কর্মস্থলে ওঁনার সম্মানে স্মৃতিসৌধ তৈরি করেছে এবং ২০১৮ সালে প্রথমবার ৭০ বছর পর ডিগ্রি কলেজের স্বীকৃতি দিয়েছে| শুধুমাত্র মনিকা বিধানসভায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৫৫৪ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে|’ নির্বাচনী জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে অমিত শাহ বলেছেন, ‘আপনাদের ভোট ঝাড়খণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে| দিল্লিতে যখন অটলজির বিজেপি সরকারের গঠন হয়েছিল, তখন ঝাড়খণ্ডের স্থাপনা হয়েছিল…অটলজি ঝাড়খণ্ডের স্থাপনা করে ঝাড়খণ্ডের মানুষকে তাঁদের অধিকার দিয়েছিলেন| অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ঝাড়খণ্ডকে অধিকার দেওয়ার কাজ করেছিল| আপনাদের ভোট বিকাশের জন্য, আপনাদের ভোট ঝাড়খণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য|’ এদিনের জনসভা থেকে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ টেনে এনে জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে অমিত শাহ বলেছেন, ‘আপনারাই আমাকে বলুন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া উচিত না অনুচিত? রাম জন্মভূমিতে এবার নির্মিত হবে আকাশচুম্বী মন্দির|’ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, প্রত্যেকেরই ইচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হওয়া উচিত, কিন্তু কংগ্রেস মামলা চালাতেই দেয়নি| নিয়মিত বাধা দিয়েছে| দেশের শীর্ষ আদালত ঐক্যমত্য নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে| অযোধ্যায় আকাশচুম্বী রাম মন্দির নির্মাণ করা হবে| নির্বাচনী জনসভায় উপস্থিতি মানুষের উদ্দেশে অমিত শাহ বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া উচিত না অনুচিত?’ জনসমুদ্র থেকে ভেসে আসে, ‘রাম মন্দির নির্মাণ হওয়া উচিত|’ এরপরই অযোধ্যায় আকাশচুম্বী রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে অমিত শাহ বলেছেন, ঐতিহাসিক রায় ঘোষণা করে ভগবান শ্রীরামের মান বাড়িয়েছে সুপ্রিম কোর্ট| অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া উচিত, প্রত্যেকেরই এটি ইচ্ছে, তবে কংগ্রেস তা করেনি| সম্প্রতি এ বিষয়ে রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট এবং রামলালা মন্দিরের পথ প্রশস্ত হয়েছে| সর্বোচ্চ আদালত ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে, অযোধ্যায় যেখানে শ্রী রামের জন্ম হয়েছিল সেখানেই মন্দির নির্মাণ হবে| দেশের বিভিন্ন সমস্যাকে এক এক করে সমাধানের কাজ করছে মোদী সরকার| 
৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারতমাতার মুকুটমণি কলঙ্কমুক্ত করা হয়েছে লাহেতারের জনসভা থেকে অমিত শাহ বলেছেন, নিজেদের ভোটব্যাঙ্কের স্বার্থে বিগত ৭০ বছর ধরে কাশ্মীর সমস্যাকে ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস| কিন্তু, মোদী সরকার ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫ এ ধারাকে বাতিল করে ভারতমাতার মুকুটমণি কলঙ্কমুক্ত করেছে এবং সন্ত্রাসবাদের প্রবেশদ্বার রুদ্ধ করেছে| কাশ্মীরে উন্নয়নের রাস্তা উন্মুক্ত হয়েছে, আমরা এক রাষ্ট্রের স্বপ্ন পূরণ করেছি| 
পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় পুনরায় সরকার গঠন করুন, ঝাড়খণ্ড দেশের সর্বাধিক উন্নীত রাজ্যে পরিণত হবে অমিত শাহ বলেছেন, আপনাদের ভোট ঝাড়খণ্ডের উন্নয়নের স্বার্থে হওয়া উচিত| ভোটের দিন ৩০ নভেম্বর ভোট দেওয়ার সময় জাত-সম্প্রদায় না দেখে ভোট দিন| প্রার্থীদের মুখ দেখে নয়, শুধুমাত্র ঝড়খণ্ডের উন্নয়নের স্বার্থে পদ্মফুলের বোতাম টিপে ভোট দেবেন| আপনারা আরও একবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার নির্বাচিত করুন, আমি আশ্বাস দিচ্ছি ঝাড়খণ্ডকে দেশের সর্বাধিক উন্নতী রাজ্যে পরিণত করব| 
ঝাড়খণ্ডের বিকাশের জন্য ভোট দিন, মুখ্যমন্ত্রী ও বিধায়ক নির্বাচিত করার জন্য নয় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, আপনাদের একটি ভোটই ঠিক করবে আগামী ৫ বছর জন্য ঝাড়খণ্ডে কাদের সরকার গঠন করা হবে| কখনই এটা ভাববেন না যে, আপনারা বিধায়ক, মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে যাচ্ছেন| আপনাদের ভোট ঝাড়খণ্ডের বিকাশের জন্য| ঝাড়খণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য| পাঁচ বছর পর আমি যখন ফের এখানে আসব, তখন রঘুবর সরকারের উন্নয়নমূলক কাজ দেখবে খুশি হব, তা ভেবেই আনন্দিত হচ্ছি| 
অটলজির সরকার গঠনের পরই ঝাড়খণ্ডের স্থাপনা অমিত শাহ বলেছেন, ‘আপনাদের ভোট ঝাড়খণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে| দিল্লিতে যখন অটলজির বিজেপি সরকারের গঠন হয়েছিল, তখন ঝাড়খণ্ডের স্থাপনা হয়েছিল…অটলজি ঝাড়খণ্ডের স্থাপনা করে ঝাড়খণ্ডের মানুষকে তাঁদের অধিকার দিয়েছিলেন| অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ঝাড়খণ্ডকে অধিকার দেওয়ার কাজ করেছিল| আপনাদের ভোট বিকাশের জন্য, আপনাদের ভোট ঝাড়খণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য|’ 
নকশালবাদ থেকে মুক্তি, রঘুবর দাস সরকারের বড়সড় সাফল্য অমিত শাহ বলেছেন, কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে| ভূগর্ভের নীচে খনিজ পদার্থ রয়েছে, খনি রয়েছে, কিন্তু আমাদের ঝাড়খণ্ডের মানুষজন উপকৃত হননি| ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে হাজার-হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে| কিন্তু, ঝাড়খণ্ডের ডাবল ইঞ্জিনের সরকার বিগত পাঁচ বছরে ঝাড়খণ্ডকে নকশালবাদ মুক্ত করেছে| রঘুবর দাস সরকারের এটাই বড় সাফল্য| নকশালবাদকে খতম করার জন্য বিগত পাঁচ বছরে বহু উদ্যোগ নিয়েছে রঘুবর দাস সরকার, এ জন্য প্রত্যন্ত এলাকায় গ্যাস, সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য সুবিধা পৌঁছে যাচ্ছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.