সোমনাথ নন্দী আর নেই

সোমনাথ নন্দী আর নেই। নবোত্থান-এর পাতায় তাঁর লেখা প্রকাশের সুযোগ থেকে ঈশ্বর আমাদের চিরতরে বঞ্চিত করলেন। গত ৮ ফেব্রুয়ারি তিনি অমৃতলোকপথযাত্রী হয়েছেন। বছর তিনেক ধরে নবোত্থান-এর প্রায় প্রতিটি সংখ্যাতেই তিনি লিখেছেন। বিষয় মূলত ধর্ম ও ইতিহাস হলেও বাস্তবের আলোয় তথ্য ও তত্ত্বের বিজ্ঞানমনস্ক বিশ্লেষণ এবং ভাষার প্রাঞ্জলতার জন্য তাঁর লেখার এক অদ্ভুত আকর্ষণ ছিল পাঠকদের কাছে। শুধু লেখা নয়, নবোত্থান-এর প্রচার ও প্রসারের জন্যও তিনি ছিলেন সদা সচেষ্ট। অত্যন্ত ভালবাসতেন নবোত্থান-কে। অধ্যাত্মপথচারী এই অকৃতদার মানুষটি পড়াশোনা, লেখালেখি, সাধুসঙ্গ ও দেশজুড়ে জানা অজানা দেবস্থান দর্শন করে কাটিয়ে গেলেন বাহাত্তর বছরের জীবনটা। অর্থোপার্জনে পেশা হিসাবে নিয়েছিলেন পুস্তক বিপণনকে। যোগাযোগ ছিল বহু সাধুসন্ত, গুণী ও বিদ্বজ্জন এবং অনেক ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে। লেখেন কয়েকটি বইও, পাঠক সমাদৃত হওয়ায় যার একাধিক সংস্করণ বের করতে হয়। আমাদের কাছে সোমনাথদার অভাব অপূরণীয়। তাঁর আত্মার শান্তি কামনা করি। প্রণাম।

সম্পাদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.