মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে আরও একবার দুধের দাম বাড়াল আমূল। লোকসভা ভোট মিটতেই নিজেদের নয়া দামের তালিকা প্রকাশ্যে আনল এই সংস্থা।
রবিবার গুজরাটের এই সংস্থার তরফে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ৩ জুন থেকেই গোটা দেশে নতুন দাম লাগু হয়ে যাবে। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, প্রতি ৫০০ মিলিলিটার দুধের দাম বাড়ছে ১ টাকা। লিটারপিছু আমূল দুধের দাম বাড়বে ২ টাকা করে। আমূল (Amul) গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল মিল্ক-সহ সব ধরনের ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই নতুন মূল্য প্রযোজ্য হবে।
নতুন দাম চালু হওয়ার পর থেকে প্রতি লিটার আমূল দুধ কিনতে খরচ হবে ৬৬ টাকা। ৫০০ এমএল পাওয়া যাবে ৩২ টাকায়। এদিকে আমূল টি স্পেশালের এক লিটারের প্যাকেটের দাম হবে ৬৪ টাকা। আমূল শক্তির প্রতি লিটার ৬০ থেকে বেড়ে হচ্ছে ৬২ টাকা। তবে শুধুই দুধের মূল্য় নয়, আমূল দইয়ের দামও বাড়ছে বলে জানানো হয়েছে
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দুধের প্রতি লিটারে ২টাকা করে দাম বাড়িয়েছিল আমূল। বছর দেড়েক পর আবারও মূল্যবৃদ্ধি ঘটল। স্বাভাবিক ভাবেই এমন ঘোষণায় মধ্যবিত্তের কপালের চিন্তার ভাঁজ আরও গভীর হল।