রাত পোহালেই আগামীকাল সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন গোটা দেশের সাথে এই রাজ্যে তিনটি জেলার ন’টি লোকসভা কেন্দ্রে হতে চলেছে ভোটগ্রহণ পর্ব। তার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার দমদম লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে মূলত ত্রিমুখি লড়াই হলেও মোট প্রার্থীর সংখ্যা ১৪। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ নিরানব্বই হাজার ৬৫৮ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৩৮ হাজার ৯০ জন। মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৬১ হাজার ৫২১ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪৫ জন।
মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৯২টি। সোদপুর গুরু নানক ডেন্টাল কলেজে করা হয়েছে দমদম কেন্দ্রের ডিসিআরসি কেন্দ্র।
সকাল থেকে হওয়া বৃষ্টি উপেক্ষা করেই ভোট কর্মীরা এই ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রওনা দিচ্ছেন নিজেদের ভোট কেন্দ্রে। ভোটের প্রস্তুতি কেমন চলছে এবং দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে দমদম কেন্দ্রের ডিসিআরসি কেন্দ্র ঘুরে দেখলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। এদিন তিনি বেলা গড়াতেই সোদপুর গুরু নানক ডেন্টাল কলেজের ডিসিআরসি কেন্দ্র পরিদর্শনে যান।
এদিন নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে দমদম লোকসভা কেন্দ্রে। এছাড়াও ৩৫০০ রাজ্য পুলিশ কর্মী মোতায়েন থাকবে, যাতে সকলে নিজেদের ভোট নির্বিঘ্নে নিজেরাই দিতে পারেন।