মাঝে আর একটা দিন, তার পরেই দমদম লোকসভা কেন্দ্র ও বরানগর বিধানসভায় উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তার আগে ভোট প্রচারের শেষ দিনে দমদম লোকসভা সহ বরানগরে প্রচারে ঝড় তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বৃহস্পতিবার দুপুরে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীল ভদ্র দত্ত ও বরানগর উপ নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে এক পদ যাত্রা অনুষ্ঠিত হয়। তাতে অংশ নেন সুকান্ত মজুমদার। এদিনের এই পদ যাত্রা বরানগর বাজার থেকে শুরু হয়ে বরানগর পৌর সভায় শেষ হয়। এদিন সুকান্ত মজুমদার দাবি করে বলেন, কেন্দ্রের বিজেপি পুনরায় সরকার গঠন করবে আর আগামী ৪ তারিখের পর থেকে আগামী ৬ মাস দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন আসবে। যার জেরে দেশের পরিবারবাদী দলগুলির অস্তিত্ব বিলুপ্ত হবে বলেও মত প্রকাশ করেন সুকান্ত মজুমদার।