‘আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে’! হলদিয়ায় বার দুয়েক বিক্ষোভের মুখে পড়ে বললেন অভিজিৎ

হলদিয়ার বুথে দাঁড়িয়ে ‘হাড়গোড় ভাঙার’ হুঁশিয়ারি দিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শনিবার ভোট চলছে তাঁর কেন্দ্র তমলুকে। তার মধ্যেই বুথ পরিদর্শনে আসা অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের সমর্থকেরা। এক বার নয়, দু’বার। প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে কখনও ‘চোর চোর’ স্লোগান ওঠে। আবার কখনও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। অভিজিৎ সেই বিক্ষোভের মুখে প্রথম দিকে সংযত থাকলেও শেষের দিকে হঠাৎ মেজাজ হারান। তাঁকে বলতে শোনা যায়, ‘‘বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে।’’

শনিবার সাতসকালেই হলদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিজিৎ। সকাল ৭টা নাগাদ হলদিয়ার একটি বুথের বাইরে অভিজিৎকে দেখে ‘চোর’ ‘চোর’ স্লোগান ওঠে। পরে বেলা ১১টা নাগাদ হলদিয়ার অন্য একটি বুথের সামনে এসে হাজির হয় অভিজিতের গাড়ি। সেখানেও অভিজিৎকে দেখা মাত্র বিক্ষোভ শুরু হয়। অভিজিতকে কিছুটা বিরক্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বুথের সামনে। প্রশ্ন করলে জানান, ‘‘স্লোগান দিচ্ছে তো আমি কী করব? এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি। কুইক রেসপন্স টিমকে খবর দিয়েছি। তাদের আসার জন্য অপেক্ষা করছি।’’

হলদিয়ার বুথের সামনে দাঁড়িয়ে যখন অভিজিৎ এ কথা বলছেন, তখন অদূরে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায় লাঠি হাতে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যেতে। অভিজিৎকে প্রশ্ন করা হয়, আপনাকে ঘিরে এত বিক্ষোভ কেন? তারই জবাবে অভিজিৎ কিছুটা আক্রমণাত্মক সুরে বলেন, ‘‘আমাকে ঘিরে কেউ বিক্ষোভ দেখায়নি। অত সাহস এখনও কারও হয়নি। আমাকে ঘিরে বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে।’’ এর পরেই কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে এলাকার ভিড় কিছুটা হালকা হয়। গাড়ি নিয়ে বুথ থেকে সটান বেরিয়ে যান প্রাক্তন বিচারপতি।

এর আগেও অভিজিৎকে বিরোধীদের লক্ষ্য করে আক্রমণ শানাতে দেখা গিয়েছে। বস্তুত, দিন কয়েক আগেই তাঁর ব্যবহৃত ভাষা নিয়ে আপত্তি তুলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। এর মধ্যেই হলদিয়ায় ভোটের দিন প্রাক্তন বিচারপতির ‘হুঁশিয়ারি’ প্রসঙ্গে কী বলল তৃণমূল? আনন্দবাজার অনলাইনকে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘‘বিচারপতি থেকে বিজেপি নেতা হওয়া অভিজিতের এই কথা গোটা বাংলা শুনেছে। সাড়ে ছ’ঘণ্টা পর্যন্ত ভোট বাকি। তমলুকের মানুষ ইভিএমের বোতাম টিপে যা জবাব দেওয়ার দিয়ে দেবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.