ষষ্ঠ দফায় রাজধানী দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তবে ভোটের হার নিয়ে এখন থেকেই চিন্তিত নির্বাচন কমিশন। সৌজন্যে দিল্লির গরম। কয়েক দিন আগেই দেশের উষ্ণতম স্থান হয়ে উঠেছিল দিল্লি। পারদ ছুঁয়েছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে তার পর থেকে গত কয়েক দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২.৫ ডিগ্রি কমেছে। কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি পায়নি দেশের রাজধানী।
বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আর্দ্রতার কারণে দিল্লিবাসীর মনে হয়েছে, তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার ভোটের দিনে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা আবার কিছুটা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এই পরিস্থিতিতে দিল্লিতে ভোটের লাইনে কত জন দাঁড়াবেন, তা নিয়ে এখন থেকেই হিসাব শুরু করে দিয়েছেন কমিশনের কর্তারা। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ওআরএস, গ্লুকোজ়ের প্যাকেট দেওয়া হচ্ছে। ভোটদাতাদের সুবিধার্থে প্রতিটি বুথে পানীয় জলের বন্দোবস্ত রাখা হচ্ছে।
গত লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রেই জিতেছিল বিজেপি। এ বারে পদ্মশিবিরকে রুখতে হাত মিলিয়েছে আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেস। আপ লড়ছে চারটি আসনে আর কংগ্রেস তিনটি আসনে।