আইপিএলে চেন্নাই এবং কলকাতা মুখোমুখি হলেই অন্য ধরনের উত্তেজনা দেখা যায়। শুরু থেকেই এই দুই দলে ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে ওঠে। কেন চেন্নাই-কলকাতার শত্রুতা এই পর্যায়ে? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন গৌতম গম্ভীর।
আইপিএলের ফাইনালে এখনও পর্যন্ত চেন্নাই এবং কলকাতা দু’বার মুখোমুখি হয়েছে। দু’দলই এক বার করে জিতেছে। মুখোমুখি সাক্ষাতে অবশ্য চেন্নাই (১৯) কলকাতার (১১) থেকে এগিয়ে রয়েছে। তবে চেন্নাইয়ের মাঠে গিয়ে তাদের হারানোয় কলকাতা সবার আগে।
সেই প্রসঙ্গে গম্ভীর বলেছেন, “শুধু ম্যাচটার উত্তেজনা দেখলে হবে না। দুটো ভাল দল একে অপরের বিরুদ্ধে খেললে উত্তেজনা এবং লড়াই হতে বাধ্য। আমি বরাবর বিশ্বাস করে এসেছি কেকেআর এবং চেন্নাই একই ভাবে খেলে। ওদের দৃষ্টিভঙ্গি একই।”
শুধু তাই নয়, যে কোনও ম্যাচের ক্ষেত্রে চেন্নাই এবং কলকাতার পরিকল্পনা একই থাকে বলে জানিয়েছেন গম্ভীর। কেকেআর মেন্টরের কথায়, “যে ভাবে ধোনি স্পিনারদের ব্যবহার করত তা অসাধারণ। চেন্নাইয়ের হাতে তিন জন ভাল মানের স্পিনার ছিল। চিপক বা ইডেনের পরিস্থিতি তখন একই রকম ছিল। তাই দু’দলের পরিকল্পনাই খেটে যেত। চিপকের মাঠ ইডেনের থেকে বড় ছিল। তবে দু’দলের কৌশল ছিল একই রকম।”
গম্ভীরের সংযোজন, “চেন্নাইকে হারাতে গেলে কেকেআরকে নিজেদের সেরা খেলা খেলতেই হত। চেন্নাইয়ের ক্ষেত্রেও তাই। এ কারণেই আমার মনে হয়েছে কেকেআর এবং চেন্নাইয়ের পরিকল্পনা একই থাকত।”