হোয়াটসঅ্যাপে তথ্য ফাঁসের বিষয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হবে আজ। এই কমিটির চেয়ারম্যান কংগ্রেস নেতা শশী থারুর। ৩১ সদস্যের এই কমিটির সামনে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থেকে জানাতে হবে হোয়াটসঅ্যাপে তথ্য ফাঁস রুখতে কী পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই আলোচনায় উপস্থিত থাকতে হবে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের আধিকারিকদেরও। তাঁরা এই বিষয়ে কী পদক্ষেপ নিয়েছেন তা জানাতে হবে সংসদীয় কমিটির সামনে।
জানা গিয়েছে, ইলেকট্রনিক্স, স্বরাষ্ট্র ও অ্যাটমিক এনার্জি মন্ত্রকের প্রতিনিধিরা সংসদীয় কমিটির সামনে এই বিষয়ে নিজেদের বক্তব্য রাখবেন। সেইসঙ্গে নিজেদের বক্তব্য রাখবেন সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিরাও।
এই মাসেই শুরুর দিকে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল ভারতের ১২০ জনের বেশি সাংবাদিক ও সমাজকর্মীদের নিশানা বানিয়েছে হ্যাকাররা। ইজারেয়েলী স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তারা। ফেসবুকের তরফে দাবি করা হয়েছে এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের আগেই তারা ইজরায়েলের এনএসও ফার্মকে নোটিস পাঠিয়েছিল। এই এনএসও ফার্মই পেগাসাস স্পাইওয়্যার তৈরি করে। ফেসবুক এও দাবি করেছে, এই স্পাইওয়্যারের মাধ্যমে শুধু ভারত নয় বিশ্বের প্রায় ২০টি দেশকে নিশানা বানানো হয়েছে। হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের তরফে দাবি করা হয় তারা তাদের গ্রাহকদের ব্যক্তিগত সুরক্ষার ব্যাপারে দায়বদ্ধ।
সূত্রের খবর, এই ঘটনার পরেই সরকারের তরফে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয় কী ভাবে হ্যাক করা হয়েছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এই হ্যাকিং রুখতে কী কী পদক্ষেপ তারা নিয়েছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়। সেই সংক্রান্ত রিপোর্টও নাকি সরকারের কাছে রয়েছে।
অন্যদিকে এই ঘটনার পর ইজরায়েলী সংস্থা এনএসও দাবি করে তাদের তৈরি এই পেগাসাস স্পাইওয়্যার শুধুমাত্র সরকারি সংস্থাকেই দেওয়া হয়ে থাকে। তারপরেই বিরোধীরা দাবি করে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে এই স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধীদের হোয়াটসঅ্যাপের তথ্য জেনে নিচ্ছে। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা প্রফুল পটেল অভিযোগ করেন তাঁদের ফোন ট্যাপ করা হচ্ছে।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, “হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মে মাসে কেন্দ্রীয় সরকারকে এই বিষয় জানিয়েছিল। কিন্তু রবি শঙ্কর প্রসাদ একবারও বলেননি সরকার এই বিষয় জানত। এই বিষয়ে একটাও বিবৃতি জারি করা হয়নি।” অন্যদিকে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ জানিয়েছিল কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। একবারও এই পেগাসাস স্পাইওয়্যারের কথা বলেনি তারা।