নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে কাল শুক্রবার ১৭ই মে। ঘূর্নাবর্ত রয়েছে বাংলাদেশ ও বিদর্ভ এবং আরব সাগরে। দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘুর্নাবর্ত তৈরি হবে। যা থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে এর নামকরণ হবে রিমাল । যদিও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আন্দামান সাগর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে ১৯ শে মে রবিবার। তার ১২ দিনের মাথায় ৩১ মে ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করতে চলেছে বর্ষা। মৌসুমী বায়ুর গতিপথ নতুন করে বাধাপ্রাপ্ত না হলে জুনের দ্বিতীয় সপ্তাহে তা প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলের রাজ্যে। -তথ্য-অয়ন ঘোষাল
2/5
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। ১৭ এবং ১৮ তারিখ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। এই দুদিন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিমের জেলায় ৪২-৪৩ এবং গাঙ্গেয় দক্ষিণের জেলায় ৪০ ডিগ্রি স্পর্শ করতে পারে তাপমাত্রা। ১৯ তারিখ পশ্চিমের সমস্ত জেলা এবং বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। ২০ এবং ২১ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। ২১ তারিখ সেই বৃষ্টির পরিমাণ বাড়বে -তথ্য-অয়ন ঘোষাল
3/5
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে আজ দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কাল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি হবে। ১৮ তারিখ মালদা ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া। বাড়বে গরম। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে শনিবারের মধ্যে। -তথ্য-অয়ন ঘোষাল
4/5
কলকাতা
কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক ও গরম আবহাওয়া সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। সকাল ৮ টা থেকেই চূড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতি। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বেলা বাড়লে সূর্যের তাপে আরো গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে। ২০ তারিখ বৃষ্টির পূর্বাভাস। পরের দিন ২১ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রাতের তাপমাত্রা ২৮.১ থেকে বেড়ে ২৯.২ ডিগ্রি । যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে বেড়ে ৩৬.২ ডিগ্রি । যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৫ শতাংশ। -তথ্য-অয়ন ঘোষাল
5/5