পরপর দু’দিন রাজ্যে ডেঙ্গির বলি ২ শিশু। সোমবার মৃত্যু হয়েছিল লেকটাউনের বাসিন্দা ৩ বছরের অহর্ষি ধরের। মঙ্গল মারা গিয়েছে শ্রীরামপুরের ৫ বছরের সমাপ্তি শর্মা।
জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল সমাপ্তি। রক্ত পরীক্ষা করানো হলে এনএস-১ পজিটিভ ধরা পরে। প্রথমে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয় সমাপ্তিকে। তারপর গত ১৭ নভেম্বর কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিশুকে। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ সেখানেই মৃত্যু হয়েছে সমাপ্তির। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে বলে খবর।
স্থানীয়রা জানিয়েছেন কিছুদিন ধরেই শ্রীরামপুর, রিষড়া এবং বৈদ্যবাটি অঞ্চলে ডেঙ্গির প্রকোপ বেড়েছে। কয়েকদিন আগেই বৈদ্যবাটির কাজিপাড়া এলাকায় জ্বরে ভুগে মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। রিষড়াতেও একজনের মৃত্যু হয়েছে বলে খবর। এর আগেও শ্রীরামপুর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে অনেকেরই। চলতি বছর ৫ বছরের সমাপ্তিই প্রথম ডেঙ্গির বলি হয়েছে এই এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। পুরসভার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
সোমবার পার্ক সার্কাসের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে লেকটাউনের বাসিন্দা ৩ বছরের অহর্ষি ধর। সূত্রের খবর, ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার জ্বর নিয়ে পার্ক সার্কাসের এই হাসপাতালে ভর্তি হয় ছোট্ট অহর্ষি। শুক্রবার তাকে আইসিইউ-তে শিফট করা হয়। এরপর সোমবার মৃত্যু হয়েছে ওই শিশুর। অহর্ষির মৃত্যুর পর তার চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
বেশ কয়েকমাস ধরেই ডেঙ্গির প্রকোপ বেড়েছে কলকাত-সহ গোটা রাজ্যেই। সরকারি মতে এখনও পর্যন্ত ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা ২৩। তবে বেসরকারি মতে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা সরকারি সংখ্যার প্রায় দ্বিগুণ। বেসরকারি মতে সংখ্যাটা ৪৪। ডেঙ্গি নিয়ে রাজ্যের কাছে রিপোর্টও চেয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী ২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে ডেঙ্গি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।
চিকিৎসকদের বক্তব্য, চরিত্র বদলে ক্রমশ আক্রমণ বাড়াচ্ছে ডেঙ্গি। ছদ্মবেশি ডেঙ্গিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে কলকাতা-সহ গোটা রাজ্যেই। চিকিৎসকরা আরও জানাচ্ছেন, ইতিমধ্যেই ডেঙ্গির মশা ও ডেঙ্গির ভাইরাস চরিত্র বদল করেছে। আর তার ফলেই চলতি বছরে ডেঙ্গিতে আক্রান্ত হলে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে। ফলে ডেঙ্গি আক্রান্ত কিনা সেটা বুঝতেই সময় লেগে যাচ্ছে। ডেঙ্গির নতুন উপসর্গ নিয়ে বিভ্রান্ত হচ্ছেন চিকিৎসকরা।