ভোট দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এবং স্বামী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী প্রসঙ্গে বিরূপ মন্তব্য করায় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী।
কিছুদিন আগেই বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে তার সভাতেই বিজেপিতে যোগদান করেছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। এবার ভোট কেন্দ্রে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। যদিও স্ত্রীর তোলা অভিযোগ প্রসঙ্গে মুকুটমণি অধিকারীর বক্তব্য, ওসব চুনো পুঁটির কথা আমি কিছু মাথায় নিইনা
আজ দুপুরে মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যখন শান্তিপুর বিধানসভার কন্দখোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬/৫০ নং বুথে ভোট দান করেন তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার সময়ই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রশাসন তৎসহ রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিষয় একাধিক অভিযোগ তোলেন স্বস্তিকা ভুবনেশ্বরী। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি।