বেলডাঙায় জমায়েত সরাতে তাড়া করল কেন্দ্রীয় বাহিনী, কেতুগ্রাম খুনে আটক দুই

বাংলায় তিন দফার ভোট সম্পন্ন। সোমবার চতুর্থ দফায় রাজ্যের আট কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী, ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠান, বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, আসানসোলের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হা প্রমুখ। এঁদের ভাগ্য নির্ধারণের ভোট সোমবার। এখনও পর্যন্ত বাংলার তিন দফার ১০টি আসনের ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে অশান্তি হলেও সার্বিক ভোটগ্রহণে তা ব্যাঘাত ঘটায়নি। নির্বাচন কমিশনও পশ্চিমবঙ্গের ভোট নিয়ে মোটের উপর সন্তুষ্ট। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে সর্বত্র।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:৪২ key status

বড়ঞায় তৃণমূল, কংগ্রেস ধুন্ধুমার

বহরমপুর লোকসভার বড়ঞা বিধানসভার অন্তর্গত হরিবাটি গ্ৰামে ৫১ ও ৫২ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বার করে দেওয়া নিয়ে তৃণমূল এবং কংগ্রেস কর্মীদের সংঘর্ষে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:৪১ key status

কী বলছেন অধীর

বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন, ‘‘বেলডাঙা, বড়ঞা-সহ তিন-চারটি জায়গা থেকে বেশ কিছুঅভিযোগ পেয়েছি। প্রতি মুহূর্তে নির্বাচন কমিশন সক্রিয় ছিল। সমস্ত সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা। বহরমপুর লোকসভায় বুথ এজেন্ট নিয়ে কোনও সমস্যা নেই। সব জায়গায় আমি এজেন্ট দিতে পেরেছি। বিভিন্ন এলাকায় বুথের বাইরে জমায়েত করা হয়েছে। ভোটারদের ভয় দেখানোর উদ্দেশে করা হচ্ছে। তবে তেমন কোনও বড় ঘটনা ঘটেনি। ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আমাদের দলের কর্মীরা হাইপার অ্যাকটিভ। আমরা খুব সক্রিয়।’’

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:৩৮ key status

কুলটিতে পুলিশের তৎপরতা

কুলটির নিয়ামতপুর বাজারে বুথের ২০০ মিটারের মধ্যে থাকা দলীয় পতাকা খুলে দিয়েছে পুলিশ। সরানো হয়েছে তৃণমূল এবং বিজেপি কর্মীদের বেঞ্চ, টেবিল।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:৩৩ key status

কেতুগ্রাম খুনে আটক দুই

কেতুগ্রামে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক জন সিভিক ভলান্টিয়ারও রয়েছেন।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:৩২ key status

বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা

মুর্শিদাবাদের বেলডাঙায় অবৈধ জমায়েত সরাতে তৎপরত কেন্দ্রীয় বাহিনী। যেখানে জমায়েত ছিল, লাঠি উঁচিয়ে সে দিকে তেড়ে যান জওয়ানেরা। জমায়েত সরিয়ে দেওয়া হয়েছে।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:২২ key status

ইভিএম বিকল

কৃষ্ণনগরের নাকাশিপাড়ার ১৭ নং বুথে  বিকল হয়ে পড়েছে ইভিএম। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার সিংহাঁটিতেও ১৮ নং বুথে ইভিএম খারাপ হয়েছে বলে খবর। এ ছাড়া, রানাঘাটের শান্তিপুরের ৮৬/২৫১ নম্বর বুথের ইভিএম খারাপ থাকায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:২০ key status

মুর্শিদাবাদে কংগ্রেস এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ

মুর্শিদাবাদের সালার থানার ১২৩ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:১৯ key status

ভোট দিলেন মুকুটমণি অধিকারী

রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী ভোট দিলেন মাজদিয়া নঘাটা প্রাথমিক বিদ্যালযয়ে ১২১ নম্বর বুথে। 

ভোট দিলেন মুকুটমনি অধিকারী।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:১৬ key status

দুর্গাপুরে এলাকাছাড়া বিজেপি বিধায়ক

বুথে পোলিং এজেন্টকে বাধা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি শুরু হয় দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকায়। বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইকে এলাকা থেকে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দুর্গাপুর ২৭৭ এসি ৮২ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে বাধা দেওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির কর্মীরা। এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, তাঁদের বিধায়ককে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে, বিধায়ক বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:১০ key status

ভোট দিলেন অগ্নিমিত্রা পাল

আসানসোলের দক্ষিণের বিধায়ক তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল ভোট দিলেন। ৪৩ নম্বর বুথে বাবা এবং মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন তিনি।

ভোট দিলেন অগ্নিমিত্রা পাল।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৯:০৬ key status

সিউড়িতে উত্তেজনা

বীরভূমের সিউড়িতে ১৮ নম্বর ওয়ার্ডের ১৮৬ এবং ১৮৭ নম্বর বুথে অশান্তি। তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই চলে দু’পক্ষের বচসা। পরে সিউড়ি থানার পুলিশ সেই ভিড় সরিয়ে দেয়। তৃণমূলের পাল্টা দাবি, ওই বুথে স্থানীয় বিজেপি নেতারা ভোট প্রভাবিত করছিলেন। তাতে বাধা দিতে গেলে গোলমাল শুরু হয়।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৮:৫৮ key status

বহরমপুরে ভোট দিলেন নির্মল সাহা

বহরমপুরে ভোট দিলেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। দলীয় কর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে তিনি ভোট দিতে এসেছিলেন। জয় নিয়ে আশাবাদী বলে জানান প্রার্থী। বলেন, ‘‘ভোট দিতে আমি বরাবরই উপভোগ করি। মানুষ যাতে আনন্দ পায়, সেই চেষ্টা করি। এলাকায় ঘুরে ঘুরে আমি প্রচার করেছি। মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। জয় নিয়ে আমি আশাবাদী।’’

বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহা।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৮:৫৪ key status

তেহট্টে সিপিএম-তৃণমূল সংঘর্ষ

ভোটের দিন সকালে কৃষ্ণনগরের তেহট্টে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। অভিযোগ, তৃণমূল কর্মীদের মারে মাথা ফেটেছে সিপিএম কর্মীর।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৮:৫০ key status

বড়ঞায় কংগ্রেস এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ

বহরমপুরের বড়ঞায় কংগ্রেস এজেন্টকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শ্রীহট্ট ১৬৫ নম্বর বুথে কংগ্রেসের এজেন্ট ছাড়াই ভোট চলছে। প্রিসাইডিং অফিসারও সে কথা স্বীকার করে নিয়েছেন।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৮:৪১ key status

খয়রাশোলে অশান্তি

খয়রাশোলের কাঁকরতলা থানার বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় অশান্তি। বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবার কোথাও এজেন্টের সই না মেলায় তাঁকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। যার ফলে ঘটনাস্থলে রয়েছে উত্তেজনা।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৮:৩৭ key status

রানিগঞ্জে বিজেপি কর্মীকে মারধর

আসানসোলের রানিগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নতুন এগারা এলাকায় উত্তেজনা। বিজেপির নেতৃত্বের অভিযোগ, তাঁদের দলীয় পতাকা তৃণমূলের লোকজন খুলে ফেলেন। প্রতিবাদ করলে হামলা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৮:২৯ key status

কেতুগ্রামে খুন নিয়ে কাজল শেখ

বীরভূমের তৃণমূল জেলা সভাধিপতি কাজল শেখ সোমবার সকালে পাপুরি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৬ নম্বর বুথে ভোট দেন। বেরিয়ে কেতুগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সিপিএমের হার্মাদবাহিনী এখন বিজেপির ছত্রছায়ায় এসে খুন, রাহাজানি করছে। তবে সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব যাতে তারা তাদের মতামত ভোটবাক্সে দেন।’’ তিনি আরও বলেন, ‘‘অন্যান্য নির্বাচনে ভোটারদের একটা অভিযোগ ছিল যে, তাঁরা ভোট দিতে পারতেন না। কিন্তু এ বছর রাজ্য নেতৃত্বের নির্দেশে সকলে যাতে ভোট দিতে পারেন, ভোটকেন্দ্র অবধি পৌঁছতে পারেন, আমরা তা নিশ্চিত করেছি। এখনও পর্যন্ত জেলায় কোনও অশান্তির খবর নেই, সম্ভাবনাও নেই।’’

ভোট দিয়ে বেরোলেন কাজল শেখ।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৮:০২ key status

দুবরাজপুরের বুথে ভোট বন্ধ

দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের গড়গড়া গ্রামে গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম খারাপ। ২০২ নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৮:০১ key status

সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর

সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেখানে বিজেপির তরফ থেকে ভোটের জন্য একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল। অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ক্যাম্প ভেঙে দেয়। অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।

বিজেপির ক্যাম্প ভাঙচুর।

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ০৭:৪৪ key status

নাকাশিপাড়ায় বোমাবাজি

নদিয়ার নাকাশিপাড়ায় রবিবার রাত থেকে বোমাবাজির অভিযোগ। রাতভর বোমাবাজির পর সোমবার সকালেও এলাকায় বোম পড়ছে বলে অভিযোগ। বিলকুমারী গ্রাম পঞ্চায়েতের দফাদারপাড়া এলাকায় হজরত মণ্ডল নামে এক ব্যক্তি সম্প্রতি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.