AstraZeneca | Covid Vaccine: টিকায় বিরল পার্শ্বপ্রতিক্রিয়া, বিশ্বজুড়ে বড় সিদ্ধান্ত নিল কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা

করোনার টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকার মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতেই ঘুম ছুটেছে গোটা বিশ্বের। ভারতের কোটি কোটি মানুষ অ্যাস্টাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন। তাঁরা এখন আতঙ্কে। এরকম এক পরিস্থিতিতে গোট বিশ্ব থেকে করোনা টিকা তুলে নিচ্ছে কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা অ্যাস্টাজেনেকা। বাণিজ্যিক কারণেই ওই টিকা তুলে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ওই ব্রিটিশ কোম্পানির তরফে।

করোনা টিকায় যে কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে তা স্বীকার করে নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। প্রমাণ হয়েছে অ্যাস্টাজেনেকার টিকা নেওয়ার ফলে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম বা টিটিএস নামের বিরল রোগের সম্ভাবনা রয়েছে। এতে শরীরে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এই ধরণের পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে হার্ট অ্যাটাক হতে পারে। তবে এর সংখ্যা খুবই কম। ভারতে অ্যাস্ট্রাজেনেকার ওই ভ্যাকসিন তৈরি করেছিল সেরাম ইনস্টিটিউট। ইতিমধ্যেই সেরাম ইনস্টস্টিটিউট ও অ্যাস্ট্রাজেনকার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মামলা হয়েছে।

কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই বিবৃতি দিতে বাধ্য হয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। অ্যাস্ট্রাজেনেকার তরফে বলা হয় রোগীদের সুরক্ষা-ই তাদের অগ্রাধিকার। কোভিশিল্ডের জন্য কারও কোনওরকম কোনও শারীরিক সমস্যা হলে তার জন্য তারা দুঃখিত। যাঁরা তাঁদের পরিবারকে হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা। তবে কোভিশিল্ডের ব্যবহার নিরাপদ। টিকা তৈরিরসময়ে সব গাইডলাইনকঠোরভাবে মানা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.