ফুচকা বিক্রি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! একঝলক দেখলে প্রথমটায় তাই মনে হবে। ভালো করে ঠাওর করলে তারপর ভুল ভাঙবে। গুজরাটের বাসিন্দা অনিল ভাই থাক্কর। দেখতে একেবারে পুরো হুবহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো। চুলের স্টাইল ও সাদা দাড়িতে মোদীর হামসকল বলা-ই যায় তাঁকে।
গুজরাটের বাসিন্দা অনিল ভাই থাক্কর পেশায় পানিপুরি মানে ফুচকা বিক্রেতা। অনিল ভাই থাক্কর জানান, তিনি মোদীর কথায় ও মূল্যবোধে ভীষণভাবেই অনুপ্রাণিত। মোদী যেরকম পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেন, ঠিক তিনিও তাঁর দোকানকে তেমনই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। জন সাধারণের মধ্যে মোদী ‘হামসকল’ ফুচকা বিক্রেতা অনিল ভাই থাক্করের ভালো-ই ক্রেজ রয়েছে। খদ্দেররা এসে প্রায়শই অনিল ভাই থাক্করের সঙ্গে সেলফি ক্লিক করে থাকেন। এখন লোকসভা ভোটের আবহে ফের নতুন করে ভাইরাল অনিল ‘মোদী’ ফুচকা বিক্রেতা।
গুজরাটের আনন্দে তুলসি পানিপুরি কেন্দ্রের মালিক অনিল ভাই থাক্কর। মূলত জুনাগড়ের বাসিন্দা অনিল ভাই থাক্কর ১৮ বছর বয়স থেকে ‘তুলসি পানিপুরি সেন্টার’-এ ফুচকা বিক্রি করছেন। দোকানটি তাঁর দাদা শুরু করেছিলেন। সেই ১৮ বছর বয়স থেকে এখন ৭১ বছর, আগলে রেখেছেন ‘তুলসি পানিপুরি সেন্টার’-কে। অনিল জানান,”প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার চেহারা ও মুখের সাদৃশ্য থাকার কারণে আমি স্থানীয় এবং পর্যটক, সবার কাছ থেকেই অনেক ভালবাসা এবং সম্মান পাই।” তা তিনি বেশ উপভোগও করেন বলে জানিয়েছেন অনিল ভাই। তবে অনিল ভাই একা নন, মুম্বইয়ের মালাডের বাসিন্দা বিকাশ মহন্তের সঙ্গেও প্রধানমন্ত্রীর ‘লুকস’-এর অদ্ভূত মিল রয়েছে।