লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের ১৩টি রাজ্যের মোট ৮৮টি আসনে ভোট হচ্ছে শুক্রবার (২৬ এপ্রিল)। ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটেও।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৮:৩৩
সপরিবারে ভোট দিতে বেরোলেন সুকান্ত
পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে বেরোলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, তৃণমূল কোথাও কোথাও অশান্তি পাকাবার চেষ্টা করছে। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। তবে পুনরায় জয়ের ব্যাপারে ‘পুরো আশাবাদী’ তিনি।
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৮:৩১
ভোটারদের হুমকি দেওয়ায় অভিযুক্ত তৃণমূল
বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপন বিধানসভা কেন্দ্রের পতিরামে ১০০ নং বুথে ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, এই ব্যাপারে কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানালে তাদের যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে মারধর করা হয়।
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৮:২৫
প্রতিদ্বন্দ্বী কেউ নেই, দাবি তৃণমূল প্রার্থীর
সকাল সকাল ভোট পরিদর্শনে বেরিয়ে জয়ের বিষয়ে নিজের আত্মবিশ্বাস এবং প্রত্যয়ের কথা শোনালেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কে প্রতিদ্বন্দ্বী বিজেপি না কংগ্রেস, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের জয়ের ব্যবধান এতটাই বেশি হবে যে, কে প্রতিদ্বন্দ্বী ছিল বোঝা যাবে না। ১০০ শতাংশ নিশ্চিত যে জিতব।” কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজকে কটাক্ষ করে কল্যাণী বলেন, “যিনি চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে নিজের জামানত বজায় রাখতে পারেন না, তিনি আবার ভোটে ফ্যাক্টর হবেন কী করে?”
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৮:১৮
তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ
তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তপন থানার খশুরা অঞ্চলের রামপুর ও কৃষ্ণবাটি বুথে তৃণমূলের লোকজন টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঢুকছে বলে দাবি পদ্মশিবিরের। তাদের আরও দাবি, ভোটারদের প্রভাবিত করতে এই সমস্ত কাজ করছে তৃণমূল।
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৮:১৩
কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ তৃণমূলের
বালুরঘাটের হরিরামপুর বিধানসভার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৯৪ নম্বর বুথে এবং রায়গঞ্জের গোয়ালপোখর বিধানসভার গোয়াগাঁও-২ গ্রাম পঞ্চায়েতের ২১৩ নম্বর বুথে ভোটারদের হেনস্থা করা এবং মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল।
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৭:৫৩
‘প্রথম ভোট’ দেওয়া হল না তৃণমূল প্রার্থীর
ভোট দিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। সকাল সকাল শিলিগুড়ির প্রধান নগরের মার্গারেট স্কুলে ভোট দিতে পৌঁছন তিনি। ভোটদান পর্ব মিটিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল বলেন, “সবার প্রথমে ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও তা হল না। আমার আগে এক জন বৃদ্ধ মহিলা ছিলেন। তিনিই প্রথম ভোট দিলেন। আমি তার পরে। সকাল সকাল বুথগুলিতে ভিড় হতে শুরু করেছে। সারা দিন সমতলেই বিভিন্ন বুথে ঘুরব। পাহাড়ে যাওয়ার পরিকল্পনা নেই। শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে।”
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৭:৫১
গরমের হাত থেকে বাঁচতে সকাল সকাল ভোটের লাইনে
বালুরঘাট মণিমেলা পৌর প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ এ-র ৫১, ৫২, ৫৩ নম্বর বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। সকাল সাড়ে পাঁচটা থেকেই ভোটাররা ভিড় জমিয়েছেন ভোটকেন্দ্রের সামনে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই ভোটারদের লম্বা লাইন পড়ে যায়। মূলত গরমের হাত থেকে বাঁচতেই সকাল সকাল ভোট দিতে এসেছেন বলে জানিয়েছেন ওই ভোটারেরা।
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৭:৪২
রায়গঞ্জে লড়াইয়ে কারা?
এ বার রায়গঞ্জে প্রার্থী বদল করেছে বিজেপি। ওই কেন্দ্রের দলের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী চলতি লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের পদ্মপ্রার্থী। রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে কার্তিকচন্দ্র পালকে। তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। আর কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা আলি ইমরান রামজ (ভিক্টর)-কে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৪০.০৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী। তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল পেয়েছিলেন ৩৫.২৯ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা সিপিএমের মহম্মদ সেলিম পেয়েছিলেন ১৪.২৪ শতাংশ ভোট। আর কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি পেয়েছিলেন মাত্র ৬.৫৫ শতাংশ ভোট। প্রসঙ্গত, সেলিম এবং দীপা, দু’জনেই রায়গঞ্জের প্রাক্তন সাংসদ। ২০২১-এ এই লোকসভার অন্তর্গত ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি এবং হেমতাবাদে জয়ী হয় তৃণমূল। বিজেপির ঝুলিতে যায় কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ।
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৭:৩৫
আসন ধরে রাখতে পারবেন সুকান্ত?
বালুরঘাটে এ বার বিজেপির প্রার্থী দলের রাজ্য সভাপতি তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী করেছে দলের পুরনো নেতা তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে। বামেদের তরফে আরএসপি এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। প্রার্থী হয়েছেন জয়দেবকুমার সিদ্ধান্ত।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাটে ৪৫.০১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন সুকান্ত। তৃণমূল প্রার্থী তথা নাট্যকর্মী অর্পিতা ঘোষ পেয়েছিলেন ৪২.২৩ শতাংশ ভোট। আর আরএসপি প্রার্থী রণেন বর্মণ পেয়েছিলেন মাত্র ৬.০৯ শতাংশ ভোট। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার, কুশমন্ডি, কুমারগঞ্জ এবং হরিরামপুর আসনে তৃণমূল জিতেছিল। বিজেপি জিতেছিল বালুরঘাট, তপন এবং গঙ্গারামপুরে।
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৭:২৭
দার্জিলিঙে বিজেপির নির্দল কাঁটা
দার্জিলিঙে এ বার মূলত ত্রিমুখী লড়াই। তবে এখানের অঙ্ক যে আর পাঁচটা কেন্দ্রের চেয়ে জটিল, তা মানছেন অনেকেই। বিজেপি এ বারও সেখানে প্রার্থী করেছে দলের বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে। তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আমলা গোপাল লামাকে। কংগ্রেস প্রার্থী করেছে মুনীশ তামাংকে। বিজেপির অস্বস্তি বাড়িয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন কার্শিয়াঙের দলীয় বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। গোর্খা এবং ভূমিপুত্রদের ভোট কার দিকে যাবে, বিষ্ণুপ্রসাদ কার ভোট কেটে কার সুবিধা করে দেবেন, সেই সব নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে।
২০১৯ সালে দার্জিলিং কেন্দ্রে ৫৯.০৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপির রাজু বিস্তা। অনেকটা পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী অমর সিংহ রাই। তিনি পেয়েছিলেন ২৬.৫১ শতাংশ ভোট। কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার পেয়েছিলেন ৫.১৩ শতাংশ ভোট। আর সে বার বামেরা আলাদা লড়ে চতুর্থ স্থান পেয়েছিল। সিপিএম প্রার্থী সমন পাঠক পেয়েছিলেন মাত্র ৩.৯৮ শতাংশ ভোট। ২০২১-এর বিধানসভা ভোটে কালিম্পঙে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং চোপড়ায় তৃণমূল জিতেছিল। বাকি পাঁচটি বিধানসভা দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়ায় জিতেছিল বিজেপি।
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৭:১৫
ভোট দিলেন দার্জিলিঙের তৃণমূল প্রার্থী
ভোটগ্রহণ শুরুর কিছু সময় পরেই ভোট দিলেন দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা।
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৭:১২
ভোট দিলেন হর্ষবর্ধন শ্রীংলা
সকাল সকাল ভোট দিলেন প্রাক্তন আমলা তথা দার্জিলিঙ কেন্দ্রের ভোটার হর্ষবর্ধন শ্রীংলা।
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৬:৪৬
কতগুলি কেন্দ্রে ভোটগ্রহণ?
দার্জিলিঙে ১৯৯৯টি বুথে, রায়গঞ্জে ১৭৩০টি বুথে এবং বালুরঘাটে ১৫৬৯টি বুথে ভোটগ্রহণ চলছে।
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৬:৪৫
বালুরঘাটে মোট ভোটারের সংখ্যা
বালুরঘাটে ভোট দেওয়ার কথা মোট ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জনের। ভোটারদের মধ্যে ৭ লক্ষ ৯৮ হাজার ২১৭ জন পুরুষ এবং ৭ লক্ষ ৬৩ হাজার ৬৬৮ জন মহিলা।
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৬:৪৫
রায়গঞ্জে মোট ভোটারের সংখ্যা
রায়গঞ্জ আসনে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ২৪ হাজার ৮৩৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৩২০।
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৬:৪৪
দার্জিলিঙে মোট ভোটারের সংখ্যা
দার্জিলিঙে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮৪ হাজার ৩৩৫। মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮১ হাজার ৩৬৮।
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ১৬:৪৩
শুক্রবার মোট কতগুলি কেন্দ্রে ভোট?
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের ১৩টি রাজ্যের মোট ৮৮টি আসনে ভোট হচ্ছে শুক্রবার (২৬ এপ্রিল)। ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটেও। গত শুক্রবার (১৯ এপ্রিল) পশ্চিমবঙ্গের তিনটি আসন (কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার)-সহ দেশের মোট ১০২টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল।