T20 World Cup 2024 Indian Team: কোনও জায়গা নেই হার্দিকের! শিবম-রিঙ্কু ঢুকছেন, বিশ্বকাপের বাজারে বিরাট খবর

 চলতি আইপিএল (IPL 2024) শেষ হলেই ফের তোড়জোড় আরও একটা বিশ্বকাপের। এবার কুড়ি ওভারের মহাযজ্ঞ (T20 World Cup 2024)। দেখতে গেলে হাতে আর বেশি দিন বাকি নেই। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যুগ্ম ভাবে আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ। 

অংশ নিতে চলা ২০টি দলই তাদের রণকৌশল মোটামুটি ছকে নিয়েছে। বিশ্বের এক নম্বর টি-২০ দল ভারতও হাত গুটিয়ে বসে নেই। রাহুল দ্রাবিড়ের থিংকট্য়াংক মোটামুটি দল বেছেই ফেলেছে। সামান্য় পরিবর্তন আসবে। তা আর বলার অপেক্ষা রাখে না। 

আইসিসি বলে দিয়েছে যে, ১ মে ডেডলাইন। অংশগ্রহণকারী দেশগুলিকে তার মধ্য়ে দলের তালিকা দিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। চলতি সপ্তাহের শেষে রোহিত শর্মা বসবেন অজিত আগরকরের নির্বাচক কমিটির সঙ্গেই। তারপরেই বেছে নেওয়া হবে ১৫ সদস্য়ের স্কোয়াড।

এখন একাধিক প্রাক্তন ক্রিকেটার বিভিন্ন মিডিয়াতে জানাচ্ছেন যে, তাঁরা বিশ্বকাপের দলে কাকে চাইছেন। প্রতিবারই বিশ্বকাপ যত এগিয়ে আসে, প্রাক্তন ক্রিকেটাররা তত বেশি করে দল নিয়ে কথা বলতে শুরু করেন। সম্প্রতি নিজেদের মতামত মিডিয়াকে জানিয়েছেন দুই প্রাক্তন মহারথী। তাঁরা বীরেন্দ্র শেহওয়াগ ও আম্বাতি রায়ডু। 

শেহওয়াগ তাঁর মনের মতো দলার কথা জানিয়েছেন ক্লাব প্রায়ারি ফায়ার পডকাস্টে। শেহওয়াগ বেছে নিয়েছেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব,ঋষভ পন্থ, রিঙ্কু সিং, শিবম দুবে (রিঙ্কু-শিবমের মধ্য়ে যে কোনও একজন), জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, সন্দীপ শর্মা, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাকে।
 
অন্য়দিকে রায়াডু আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে বিশ্বকাপের সম্ভাব্য় দল নিয়ে কথা বলেছেন। তিনি চাইছেন কুড়ি ওভারের মহাযুদ্ধে খেলুক যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব,  দীনেশ কার্তিক, রিঙ্কু সিং, শিবম দুবে, রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, ময়াঙ্ক যাদব, অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজকে। 

একটি বিষয়ে দিনের আলোর মতো স্পষ্ট যে, দুই তারকার কেউই হার্দিককে দেখতে চাইছেন না দলে। চলতি আইপিএলে সর্বাধিক রানশিকারিদের তালিকায় হার্দিকের রোলনম্বর ৩৭! আট ম্য়াচে করেছেন মাত্র ১৫১ রান। বোলিংয়ের তালিকা বলছে তিনি রয়েছেন ৫৩ নম্বরে। আট ম্য়াচে এসেছে মাত্র চার উইকেট। হার্দিক একেবারেই চেনা ছন্দে নেই। তিনি রীতিমতো ধুঁকছেন।

দেখতে গেলে হার্দিক যেন হারিয়ে গিয়েছেন। হার্দিক মানেই ভারতের হয়ে আইসিসি ট্রফিতে যাঁর চোখে পড়ার মতো পারফরম্য়ান্স। মিডল অর্ডারে বা ব্য়াটিংয়ের নীচের দিকে নেমে যিনি খেলার রঙ ঘুরিয়ে দিতে পারেন। বল হাতেও করেন কামাল। সেই হার্দিক দীর্ঘদিনই বেপাত্তা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.