চলতি মরসুমে বেঙ্গালুরুর মাঠে বিরাট কোহলিদের হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ বার কেকেআরের ঘরের মাঠে খেলা। ইডেনে কি বদলা নিতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু?
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:২৯
সূযশ এলেন বোলিংয়ে
ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে স্পিনারের উপরেই ভরসা রাখল কেকেআর।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:১৯
২৫ কোটির বোলার কি মাথাব্যথা কেকেআরের?
এই প্রশ্ন উঠতেই পারে। নিয়ন্ত্রণে থাকা ম্যাচ তাঁর ওভারের সৌজন্যে ঘুরে যাওয়ার উপক্রম হয়েছে। সমর্থকদের প্রশ্ন, আর কত দিন স্টার্ককে বয়ে বেড়ানো হবে?
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:১৮
লুকনো যাচ্ছে না স্টার্ককে
২৫ কোটির বোলারকে তুলে তুলে ছয় মারলেন অনামী উইল জ্যাকস। গতির হেরফেরে যেখানে উইকেট আসছে, সেখানে স্টার্ক জোরে বল করে ব্যাটারদের আরও সুবিধা করে দিচ্ছেন। এক ওভারে ২২ দিয়ে খেলা আরসিবি-র দিকে ফিরিয়ে দিলেন। ২ ওভারে স্টার্ক খেলেন ৩৪ রান।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:০৭
ডুপ্লেসি আউট
প্রথম বলেই উইকেট নিলেন বরুণ। তাঁকে হালকা শট খেলতে গিয়েছিলেন ডুপ্লেসি। মিড অনে বাঁ দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন বেঙ্কটেশ আয়ার।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:৫৯
কোহলি আউট
হর্ষিতের বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন কোহলি। ভেবেছিলেন নো বল হবে। রিভিউ নিয়েছিলেন। কিন্তু তৃতীয় আম্পায়ার জানালেন বলটি বৈধ। ফলে কোহলিকে ১৮ রানেই সাজঘরে ফিরতে হল।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:২৭
কেকেআরের স্কোর ২০ ওভারে ২২২-৬
শেষ দিকে রমনদীপ সিংহ এবং আন্দ্রে রাসেলের আগ্রাসী খেলায় ভাল স্কোর তুলল কলকাতা। কোহলিদের এই রান তুলতে বেগ পেতে হতে পারে।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:১১
শ্রেয়স আউট
গ্রিনের বলে সোজা শট খেলেছিলেন। কিন্তু লং অফে শ্রেয়সের ক্যাচ ধরে নিলেন ডুপ্লেসি।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:০৯
শ্রেয়সের অর্ধশতরান
ক্রিজ় কামড়ে পড়ে থেকে খেলছেন শ্রেয়স। অর্ধশতরান করলেন অধিনায়ক।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:৫০
কেকেআার ১৪ ওভারে ১৪২-৫
রিঙ্কুর আউট হওয়ার পরের বলেই রাসেল ক্যাচ দিয়েছিলেন উইকেটকিপারের হাতে। কিন্তু কোমরের বেশি উচ্চতায় হওয়ায় সেটি নো বল দিলেন আম্পায়ার।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:৪৩
আউট রিঙ্কু
লকি ফার্গুসনের স্লোয়ার বলে খারাপ শট খেললেন রিঙ্কু। ফাইন লেগের উপর দিয়ে শট মারতে গিয়ে সহজ ক্যাচ দিলেন দয়ালের হাতে।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:৩৭
কেকেআর ১২ ওভারে ১২৬-৪
রান তোলার গতি অনেক কমেছে। স্পিনারদের খেলা কঠিন হচ্ছে এই পিচে। গ্রিনের ১১তম ওভারে ৭ রান এবং কর্ণের ওভার থেকে ১২ রান এল।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:২৩
বেঙ্কটেশ আউট
সুযোগ থাকা সত্ত্বেও বড় রান করতে পারলেন না বেঙ্কটেশ। ৮ বলে ১৬ রান করে আউট হলেন তিনি।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:১৮
কেকেআর ৮ ওভারে ৯৩-৩
পাওয়ার প্লে শেষ হতেই কেকেআরের রান তোলার গতি কমে গিয়েছে। ক্রিজে রয়েছেন দুই আয়ার, বেঙ্কটেশ এবং শ্রেয়স।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:০৮
অঙ্গকৃশ আউট
পাওয়ার প্লে-তে তিনটে উইকেট হারাল কেকেআর। গ্রিন দুরন্ত ক্যাচে ফেরালেন অঙ্গকৃশকে। মিড অনের উপর দিয়ে হালকা শট খেলতে গিয়েছিলেন। কিন্তু গ্রিন লাফিয়ে ভাল ক্যাচ ধরলেন। তার আগে দু’টি চার মেরেছেন বেঙ্কটেশ আয়ার।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৬:০৪
নারাইন আউট
ছন্দে ছিলেন না। অধৈর্য হয়ে মারতে গিয়ে ফিরলেন নারাইন। ১৫ বলে ১০ রান করলেন। কেকেআর আরও একটি উইকেট হারাল।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:৫৭
সল্ট আউট
অর্ধশতরান হল না। সিরাজের বলে আবার ছয় মারতে গিয়ে ৪৮ রানে ফিরলেন কেকেআরের ব্যাটার।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:৫৫
কেকেআর ৪ ওভারে ৫৫-০
লকি ফার্গুসনের চতুর্থ ওভারে ২৮ রান নিলেন সল্ট। মারলেন ৪টি চার এবং ২টি ছয়। তার আগে সিরাজের ওভার থেকে মাত্র ৩ রান এল। ইডেন মাতিয়ে দিচ্ছেন সল্ট।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:৪৩
কেকেআর ২ ওভারে ২৩-০
দয়ালের প্রথম বলে পায়ে আঘাত পান নারাইন। মাঠেই চিকিৎসা চলে। পরে দু’টি চার মারেন সল্ট। ওভার থেকে এল ১১ রান।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:৩৫
কেকেআর ১ ওভারে ১২-০
সিরাজকে একটি ছয় এবং একটি চার মারলেন সল্ট। বাকি রান এল দৌড়ে।
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৫:২০
শ্রেয়সও বল করতে চেয়েছিলেন টস জিতলে
জানালেন, উইকেট দেখে মন্থর মনে হচ্ছে। আরসিবি-কে যতটা বেশি সম্ভব ক্লান্ত করে দিতে চান তিনি।