Prime Minister, message letter, অভিনব! প্রথম দফার ভোটের আগে দল ও জোটের সব প্রার্থীদের কাছে পৌঁছালো প্রধানমন্ত্রীর বিশেষ বার্তাবহ চিঠি

 চলমান যুগকে বিজ্ঞাপনের যুগ বললে ভুল হবে না। আর এই ভোটের বাজারে চারিদিকে এখন শুধু রাজনৈতিক দলের বিজ্ঞাপন। এর মধ্যে প্রধানমন্ত্রী একেবারে ব্যক্তিগত স্তরে নিজে বিজেপি ও এনডিএ জোট প্রার্থীদের কাছে বিশেষ বার্তা পাঠাচ্ছেন‌ চিঠির মাধ্যমে। হিন্দি ও ইংরেজি, যে প্রার্থী যে ভাষায় স্বচ্ছন্দ্য তার কাছে সেই ভাষাতেই মোদীর চিঠি যাচ্ছে।

প্রথম দফার ভোট শুরুর আগেই বিজেপি নেতৃত্বাধীন এনডি- এর সমস্ত প্রার্থীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি লিখে বার্তা পাঠাচ্ছেন। নিজেদের কেন্দ্রের ভোটারদের কাছে তাঁর বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিজেপি এবং সহযোগী দলগুলির প্রার্থীদের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ জানাচ্ছেন। হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতে প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন দল ও জোটের প্রার্থীদের। তামিলনাড়ুর বিজেপি সভাপতি তথা কোয়েম্বাটুরের দলীয় প্রার্থী কে আন্নামালাই কিংবা নীলগিরি লোকসভা কেন্দ্রের পদ্ম প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী এল মুরগান পেয়েছেন মোদীর ইংরেজিতে লেখা চিঠি। আবার উত্তরাখন্ডের গাড়ওয়াল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র অনিল বালুনি কিংবা রাজস্থানের অলওয়ারির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব পেয়েছেন হিন্দিতে লেখা মোদীর চিঠি।

প্রধানমন্ত্রীর যে চিঠি প্রার্থীদের কাছে যাচ্ছে তা একেবারে পার্সোনালাইজড বার্তা। তামিলনাড়ুর বিজেপি সভাপতি তথা কয়েম্বাটুরের বিজেপি প্রার্থী কে আন্না মালাইকে পাঠানো মোদীর চিঠিতে লেখা আছে, “একটা ভালো চাকরি ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন তার জন্য আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে কোয়েম্বাটুর ভীষণভাবে উপকৃত হচ্ছে।”

স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই বার্তা যে শুধু প্রার্থীকে জেতার ব্যাপারে অনুপ্রেরণা যোগাবে সেটা নয়, বিজেপির সাধারণ কর্মীদের উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “দলে আপনার মত একজন সদস্য আমার জন্য বড় সম্পদ। গত ১০ বছরে দেশব্যাপী সমাজের প্রতিটি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নত হয়েছে। অনেক সমস্যা দূর করা হয়েছে। এখনো অনেক কিছু করা বাকি আছে। আমাদের সেই মিশন নিশ্চিত করতে হবে। আর সেটা করতে এবারের ভোট একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে। মিশন ২০২৪ পূরণ করতে বিশেষ ভাবে আহ্বান করেছেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.