সারা দেশের সাথে শান্তিপুর বেলঘড়িয়া ২ অঞ্চলের নেতৃত্বে বুধবার পালিত হলো রাম নবমীর পুজো ও শোভাযাত্রা। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর প্রথম রামনবমী। আর তাই এই বছর রামনবমী সনাতনীদের কাছে আবেগের রাম নবমী। বুধবার বেলঘড়িয়া ২ অঞ্চলের বিজেপির সাধারণ সম্পাদক বিপ্লব প্রামাণিকের নেতৃত্বে এদিন রাম নবমী উপলক্ষে ঘোড়ালিয়া ২ অঞ্চলের থেকে পদযাত্রার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পদযাত্রা শেষ হয় কালীপুরে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নদীয়া জেলার বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রদীপ সরকার সহ একাধিক সনাতনী ধর্মালম্বী মানুষ।
এদিন রাম নবমী উপলক্ষে শান্তিপুরের বিভিন্ন জায়গায় সকাল থেকেই শুরু হয়েছে ভগবান রামচন্দ্রের পূজার্চনা ও শোভাযাত্রা। আর এই শোভাযাত্রা ঘিরে যাতে কোনো অশান্তি না হয় তার জন্য রাস্তায় পুলিশের কড়া নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন। উদ্যোক্তারা বলেন, ৫০০ বছর পর রামলালার মন্দির স্থাপিত হয়েছে। মন্দির উদ্বোধনের পর এই প্রথম রামনবমী তাই এই বছর অনেকটাই অন্য মাত্রা পেল রামনবমী।