রাত পোহালেই রামনবমী। বেশ কয়েকবছর ধরে রামনবমী উৎসবে পরিণত হয়েছে। মূলতঃ অযোধ্যায় শ্রীরাম মন্দির পুনরুদ্ধার আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে দেশজুড়ে।তারপর থেকেই উৎসব পালন। আগামীকাল রামনবমী উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার। বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় গঠিত শ্রীরাম নবমী উৎসব সমিতি এই শোভাযাত্রার আয়োজক।
মেদিনীপুর শহরের টিভি টাওয়ার মাঠ থেকে সুসজ্জিত প্রায় হাজার তিরিশ মোটর সাইকেল মিছিল সংগঠিত হয়।
মিছিলটি টিভি টাওয়ার মাঠ থেকে শুরু হয়ে শহরের অলিগলি হয়ে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় টিভি টাওয়ার মাঠে শেষ হয়। মিছিলে উপস্থিত ভক্তদের উৎসাহ দিতে শহরের গোলকুঁয়াচক এলাকায় মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল মিছিলে যোগদান করেন। সারা শহর মুড়ে ফেলা হয় গেরুয়া পতাকায়।
শোভযাত্রা শান্তিপূর্ণ করতে জেলা পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল, হিন্দু যুব সংগঠনের পক্ষ থেকে আশীর্বাদ ভৌমিক, মহিলা সভানেত্রী পারিজাত সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রার্থী অগ্নিমিত্রা পাল জানান, ‘খড়্গপুরে রামনবমীতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তা নিয়ে এদিন খড়্গপুর থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এ নিয়ে এদিন তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। অগ্নিমিত্রা পাল বলেন, মমতার পুলিশ এসব করাচ্ছে। মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার এবং খড়্গপুর টাউন থানার আইসি রাজীব পাল এটা করছে। দু’মাস ধরে রামনবমীতে মিছিলের কথা হচ্ছে, কিন্তু ২৪ ঘন্টা আগে নোটিশ দিয়ে বলা হচ্ছে ডিজে বাজানো যাবে না, লাঠি খেলা যাবে না। কিন্তু মহরমের সময় তো সব চলে। ডিজে চলে। অস্ত্রের খেলা চলে। মহরমে বাচ্চারা অস্ত্র নিয়ে খেলা করে। অগ্নিমিত্রা দেবীর হুঁশিয়ারি, মহরমে যা যা নিয়ম চলে রামনবমীতেও তাই তাই নিয়ম চলবে।’
মঙ্গলবার মেদিনীপুর লোকসভার অন্তর্গত দাঁতন থেকে প্রচার শুরু করে খড়্গপুর হয়ে বিকেলে মেদিনীপুর শহরে রামনবমীর বাইক র্যালিতে অংশগ্রহণ সহ একাধিক কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।