এ বার শক্তিগড়ে ল্যাংচার দোকানে প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজ়াদকে কটাক্ষ করলেন তাঁর প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপের কটাক্ষ, ‘‘আমি এসেছি ল্যাংচা খেতে। উনি ভেরেন্ডা ভাজবেন।’’ এ নিয়ে পাল্টা দিলীপকে কটাক্ষ করেছে তৃণমূল।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের আমড়া গ্রামের অমরেশ্বরজিউ মন্দিরে পুজো দিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ প্রচারে বার হন। পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা করেন। শক্তিগড়ের মিষ্টির দোকানগুলিতে ঢুঁ মেরে দিলীপ তৃণমূল প্রার্থীকে নিয়ে বলেন, ‘‘উনি তো প্রথম এসেছেন। আর আমি তো অনেক দিন ধরে আসছি। তাই আমি ল্যাংচাও জানি, মিহিদানা, সীতাভোগও জানি। সব থেকে বড় কথা, আমি এখানকার লোকের ভালবাসাটা জানি।’’ প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে শক্তিগড়ে ল্যাংচার দোকানে ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি বড় কড়াইয়ে ল্যাংচা ভাজেন নিজের হাতে। তা নিয়েই ওই মন্তব্য করেছেন দিলীপ। তাঁর সংযোজন, ‘‘আমি তো ভাজাভাজি করি না। তবে উনি এ বার ভেরেন্ডা ভাজবেন।’’
পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী হিসাবে অভিজিৎ দাসের নাম ঘোষণা প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘আগের ভোটে তো উনি প্রার্থী ছিলেন। ভাল ছেলে। লড়াকু ছেলে। ওখানকার ভূমিপুত্র। ভাল লড়াই হবে ওখানে।’’
তবে কীর্তিকে নিয়ে দিলীপের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘উনি যে ভাষায় কথা বলছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওঁর দলের সংস্কৃতি ঠিক কী। তবে আমরা আমাদের প্রার্থীকে নিয়ে এই রকম ভাষা ব্যবহার করার জন্য তীব্র প্রতিবাদ জানালাম।’’