তপ্ত গরম দিয়েই শুরু বৈশাখ। ২৪ ঘন্টায় দুই ডিগ্রি বৃদ্ধি দিনের সর্বোচ্চ তাপমাত্রার। আরও পারদ উত্থানের পূর্বাভাস রয়েছে আগামী ৭২ ঘন্টায়। দক্ষিণে বৃষ্টির আশা প্রায় নেই। উত্তরে কাল থেকে বাড়বে বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। যার সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার।
সিস্টেম
সৌরাষ্ট্র এবং কচ্ছের ঘূর্ণাবর্ত থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ইরান থেকে উত্তর-পশ্চিম ভারত পর্যন্ত একটি সক্রিয় ঘূর্ণাবর্ত জোন তৈরি হয়েছে। ঘুর্নাবর্ত রয়েছে সৌরাষ্ট্র এবং কচ্ছে। এছাড়াও উত্তরপ্রদেশ ও ওড়িশাতেও রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। এছাড়াও দক্ষিণ ভারতের কোমোরিন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত জোন।
দক্ষিণবঙ্গ
শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। তবে এখনই তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা নেই। আজ পয়লা বৈশাখ রবিবার বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। খুব সামান্য বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তাতে তাপমাত্রার উপর কোনও প্রভাব পড়বে না।
সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। যদি ওই বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য। ওড়িশায় তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে বাংলায়। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। ক্রমশ গরম বাড়বে।
উত্তরবঙ্গ
আজ নববর্ষের দিন শুধুমাত্র পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। সোমবারের পর উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৪০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে।
কলকাতা
পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ইডেনের আইপিএল ম্যাচে আজ কার্যত কোনও বিঘ্ন বিপত্তি নেই। বাড়বে গরম ও অস্বস্তি। সকাল ৮ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে। বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত শুকনো গরম আবহাওয়া থাকবে। লু-এর মতো উষ্ণ হওয়া বইবে শহর কলকাতায়।
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি থেকে প্রায় ২ ডিগ্রি বেড়ে ৩৬.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দিনে ৮৭ শতাংশ এবং রাতে ৩১ শতাংশ।
দেশ
জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা এবং হিমাচল প্রদেশে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা আছে। শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজস্থানে।
রবিবার থেকে ওড়িশা ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, মাহে, গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে।