দেশের শীর্ষ আদালত, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন শরদ অরবিন্দ বোবদে। বোবদে দেশের ৪৭ তম প্রধান বিচারপতি হবেন। তিনি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন। আগামী ১৮ নভেম্বর, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বোবদে। আগামী ১৭ মাস ওই পদে থাকবেন বোবদে। তিনি অবসর নেবেন ২০২১ সালের ২৩ এপ্রিল। সুপ্রিম কোর্টের বিচারপতি শরদ অরবিন্দ বোবদের জন্ম হয়েছিল মহারাষ্ট্রের নাগপুরে, ১৯৫৬ সালের ২৪ এপ্রিল। ২০০০ সালে অতিরিক্ত বিচারপতি হিসাবে তিনি বম্বে হাইকোর্টে কাজ শুরু করেন। বছর দু’য়েক পরে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিয়োগপত্র পান। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে বহু গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি বোবদে। তার মধ্যে রয়েছে অযোধ্যা মামলা, বিসিসিআই মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি বোবদের নিয়োগের সুপারিশ করেছিলেন বিদায়ী প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
2019-11-16