বুধবার রাজস্থানের বিরুদ্ধে গুজরাতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন শুভমন গিল। ওপেন করতে নেমে তাঁর করা ৪৪ বলে ৭২ রানের ইনিংস গুজরাতকে জিততে সাহায্য করেছে। সেই ইনিংসের সাহায্যে একাধিক নজিরও ভেঙে দিয়েছেন শুভমন। তার মধ্যে কোহলির একটি রেকর্ড ভেঙে আইপিএলে ইতিহাস তৈরি করেছেন গুজরাতের অধিনায়ক।
আইপিএলে সবচেয়ে কম বয়সে ৩০০০ রান করার নিরিখে কোহলির নজির ভেঙেছেন শুভমন। ২৪ বছর ২১৫ দিন বয়সে এই নজির গড়েছেন তিনি। কোহলি এই নজির গড়েছিলেন ২৬ বছর ১৮৬ দিন বয়সে। এত দিন সেটাই ছিল সবচেয়ে কম বয়সে। সেই নজির ভেঙে গেল শুভমনের সৌজন্যে।
শুধু তাই নয়, সবচেয়ে কম ইনিংসে ৩০০০ রান করার বিচারেও তিন নম্বরে উঠে এসেছেন শুভমন। ভারতীয়দের মধ্যে তিনি দ্বিতীয়। আইপিএলে সবচেয়ে কম ইনিংসে ৩০০০ রান করার ব্যাপারে সবার আগে রয়েছেন ক্রিস গেল। আইপিএলের একাধিক দলে খেলা ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার মাত্র ৭৫টি ইনিংসে এই নজির গড়েন। এর পরে রয়েছেন কেএল রাহুল (৮০)। জস বাটলার, ফাফ ডুপ্লেসির সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন শুভমন। প্রত্যেকেই নিয়েছেন ৯৪টি ইনিংস।
সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০০-এর বেশি রান হয়ে গেল শুভমনের। আইপিএলে ৩০০০ রানের মধ্যে তিনি ১৫০০ রানই করেছেন গুজরাতের হয়ে। এর আগে দু’টি মরসুম খেলেছেন তিনি। এটা তৃতীয় মরসুম। এ বার তিনি অধিনায়কও।