“অনুব্রতর ভোট কৌশল এখন অতীত। নিজের কৃতকর্মের ফলে তিনি এখন তিহার জেলে বন্দি। তবে তার মেয়ের জন্য কষ্ট হয়।” শুক্রবার সকালে বক্রেশ্বর সতীপীঠে পুজো দিয়ে সাংবাদিকদের একথা বলেন বিজেপির বীরভূম লোকসভার প্রার্থী, আইপিএস দেবাশিস ধর।
শুক্রবার সকালে পুজো দিয়ে দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ারা অঞ্চল পরিক্রমা করেন। দুপুরে তাঁতিপাড়া অঞ্চলে মধ্যাহ্ন ভোজন সেরে এলাকার কর্মীদের সঙ্গে পরিচিত হন। বিকেলে তাঁতিপাড়া, চন্দ্রপুর, ভবানিপুর অঞ্চল পরিক্রমা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দেবাশিসবাবু বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। প্রধানমন্ত্রী থেকে শ্রমজীবী মানুষ। আইন সকলের জন্য সমান। অপরাধ করলে কেউ রেহাই পাবেন না। তাইতো আজ অনুব্রত মণ্ডল দিল্লির তিহার জেলে রয়েছেন। খারাপ লাগছে তার মেয়ের জন্য”।
অনুব্রত মণ্ডলের ভোট কৌশল প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, “অনুব্রত এখন অতীত। ফলে তার ভোট কৌশলও অতীত। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে এগিয়ে নিয়ে যেতে ময়দানে নেমেছি। প্রধানমন্ত্রী ভারতবর্ষকে উন্নতির শিখরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী দিনে ভারতবর্ষকে বিশ্বের এক নম্বর দেশ গড়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। আমরা তাঁর সংকল্পকে বাস্তবায়িত করতে লড়াই চালিয়ে যাব। ভারত একদিন উন্নত দেশের তকমা পাবেই”।