ডেবরার ট্যাবাগেরিয়ায় কাঁসাই নদীর উপর অস্থায়ী সেতুটি সোমবার গতকাল জলের তোড়ে ভেসে গিয়েছে। আজ মঙ্গলবারও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। এর ফলে ভরতপুর ও ভবানীপুর পঞ্চায়েত এলাকার সঙ্গে ডেবরার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।
জানা গেছে, মোহনপুর এনিকেট থেকে জল ছাড়ার ফলেই অস্থায়ী এই সেতুটির বেশ কিছুটা অংশ ভেসে যায়। বর্তমানে জগন্নাথপুর থেকে অস্থায়ী সেতু দিয়ে পারাপার করছে স্থানীয় বাসিন্দারা। ঘটনা খবর পেয়ে ওই এলাকায় পৌঁছান ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন চ্যাটার্জি। তারপরই তিনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শোনেন। পরবর্তীতে তিনি নদীর পাড়ে কর্মীদের নিয়ে বিক্ষোভ বসে পড়েন।
এদিকে বিক্ষোভ চলাকালীন তিনি তৃণমূল প্রার্থী দেবকে কড়া আক্রমণ করেন। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনের প্রচার এসে দেব বলেছিলেন, তোমরা আমাকে ভোট দাও, আমি জিতে এই ট্যাবাগেরিয়ায় ব্রিজ বানাবো। জেতার পর পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু উনার দেখা নেই।
এই ট্যাবাগেরিয়া এলাকায় দেবের নির্দেশেই বালি খাদান চলে। বালি খাদান থেকে টাকা তুলে ভাইপোর সাথে যোগাযোগ হয়। আর আজ আমি আসবো জেনেই ওরা মেদিনীপুর এনিকেট বাঁধ থেকে জল ছেড়ে দেয়, যাতে বালি খাদানগুলো বুঁজে যায় আমি দেখতে না পাই।
যাতে কেন্দ্রীয় কমিটি এসে তদন্ত না করতে পারে। এর পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, এই অস্থায়ী সেতুতে সাধারণ মানুষের পারাপার করার জন্য অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছে। এই দাবি তুলে তিনি নদীর পাড়ে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তিনি বলেন, যতক্ষণ না প্রশাসন এসে এর সদুত্তর দেবে আমরা বিক্ষোভ তুলব না।