শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এমনটাই জানাল আলিপুর হাওয়া অফিস। উত্তরে পাহাড়ঘেঁষা জেলাগুলিতে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি হতে পারে। তবে শুক্র পর্যন্ত নয়, আপাতত দু’দিন দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে সোম এবং মঙ্গলবার। বুধ থেকে এই তিন জেলায় আবহাওয়া শুকনো থাকবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত কিছু জেলায় বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। মঙ্গলবার দক্ষিণের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। সে দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে। তবে মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে।
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে। সেই কারণে কিছু কিছু জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই বৃষ্টির কারণে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। আগামী দু’তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহবিদেরা।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রবিবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।